রেফারেন্স কোরআন
লিখেছেন লিখেছেন ইনোসেনট সজিব ১৯ মার্চ, ২০১৩, ০২:১৯:০৭ রাত
বর্তমান সময়ের টিভি চ্যানেলের খবর একটু কম দেখি,কারন বেমির ভাগ মিডিয়াই বর্তমান সরকারের গোলামের মত আচরন করে।গতকাল রাত ১০টার দিকে টিভির চ্যানেল ঘুরানোর সময় হঠাঃ চোখে পরল আওয়ামিলীগ এর মহা সমাবেশ।সেখানে ভাষন প্রদান কালে বর্তমান সরকারের কৃষি মন্ত্রী মতিয়া চৌধুরী আওয়ামিলীগের প্রসংশা করতে গিয়ে কোরআনের একটি আয়াত উল্লেখ করেছেন।আয়াতটি হল (ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুখলিফিন)অর্থ হচ্ছে নিশ্চয় আল্লাহ তায়ালা ওয়াদা ভন্গ কারিকে পছন্দ করেন না।তিনি বলেন কোরআনের এই আয়াতকে আওয়ামিলীগ অনুসরন করে।আওয়ামিলীগ যা ওয়াদা দেয় তা অহ্মরে অহ্মরে পালন করে।নির্বাচনের সময় আওয়ামিলীগ যা ওয়াদা দিয়েছিল তা সব পালন করেছে।
এখন আমার কথা হচ্ছে বর্তমান সরকার নির্বাচনের সময় অনেক কিছুই তো ওয়াদা দিয়েছিল।তারা কোন কোন ওয়াদা পালন করেছে আর কোন কোন ওয়াদা পালন করেনি এটা যদি লিপি বদ্ধ করা হয় ,তাহলে দেখা যাবে তাদের৯৮% অন্গিকার পূরন হয়নি্
তাহলে কোন আক্কেলে তিনি কোরআনের এই আয়াত রেফারেন্স হিসেবে টানলেন?
সব শেষে একটি কথা কোরআন একটি সম্মানিত গ্রন্হ এটাকে যেখানে সেখানে ব্যাবহার করা যাবেনা।
এই কথার বিরুদ্ধে তীব্র নিন্দা হানাচ্ছি।
বিষয়: রাজনীতি
১৪১৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন