ফোন কল ৩

লিখেছেন লিখেছেন ইনোসেনট সজিব ১৮ মার্চ, ২০১৩, ০৯:৪৮:০৬ রাত

আগামি কাল পরীহ্মা ।১০ বসর অপেহ্মা করার পর সামনে একটা শুভ লগ্ন ।জীবনের প্রথম বড় একটা ধাপ পার হতে যাচ্ছে।অনেক আশা আকান্খা নিয়ে সামনে এগুচ্ছি।সামনে বই, কি পরব কিছুই মাথায় আসছে না।মাথার উপর ৩০বাল্বের লাইট জলছে।পিছনে ঘড়ির কাটা থেমে নেই।সে অবিরত চলছেই।রাত গভীর থেকে গভীর হচ্ছে।পরা কিছুই হচ্ছে না।পাস থেকে মোবাইলটা নিয়ে পলির কাছে ফোন দিলাম।

পলিঃ হ্যালো ।

কি করছেন?

পলিঃএফ এম এ লাভ গুরু শুনছি।শুন্দর একটা কাহিনী হচ্ছে।যদি শুনতে চান তাহলে এফ এম চালু করে ৮৮.০৪য়ান।

কাল আমার পরীহ্মা।আর আপনি বলছেন লাভ গুরু শুনতে।

পলিঃকাল আপনার পরীহ্মা আমাকে অগে বলেননিতো?কালকে কি পরীহ্মা।

বাংলা।তবে কি পরব কিছুই মাথায় আসছে না।আপনিতো এস এস সি পরীহ্মা দিয়েছেন ।কি ভাবে প্রশ্ন আসে একটু বলবেন?

পলিঃআমি স্কুল থেকে পরীহ্মা দিয়েছি আর আপনি পরীহ্মা দিবেন মাদরাসা থেকে।আপনাদের সিলেবাস একরকম আর আমাদের সিলেবাস অন্যরকম।তবে এটুকু বলতে পারি গল্প গুলো ভালোভাবে পরবেন।দেখবেন কমন পরবে

এটা না বলে বলতেন যে বইয়ের সাদা গুলো বাদে বাকি কালা গুলো সব পরবেন।

এভাবেই পলির সাথে কথা ভলা শুরু আর থেমে নেই।সামনে চলছেই তো চলছে।আগে তেমন কোন মেয়ের সাথে কথা বলিনি।তাই তেমন ভাবে কথা চালাতে পারিনা।একটু কতা বলেল্ই দেখি পেট থেকে সব খালি হয়ে গেছে।সারাদিন কত কথা ভেবে রাখতাম কিন্তু কথা বলা শুরু করলেই সব থালি।এভাবেই কয়েক মাস কেটে গেল।পলি শুধু আমাকে বন্ধু হিসেবে কথা বলত।আমিও ওর সাথে বন্ধু হিসেবে কথা বলতাম।আজ কথা বললে আবার কাল কথা বলতে মন চাইত তাই ওর কাছে ৩দিন ৪দিন পর পর কল দিতাম।প্রতি দিন কল দিলে কেমন জানি একটা টান অনুভব করতাম।আবার কল দিতে মন চাইত।ওর প্রতি কোন রকম আশক্তি জানি না হয় তাই এ রকম করতাম।তবুও কেমন জানি আশক্ত হয়ে পরছিলাম।ওর চিকন কন্ঠে আমাকে মদের মত মাতাল করতে থাকল ।কারও কাছে প্রকাম করতে পারিনা।মনের ভিতর একা একা পুশতে লাগলাম।এমন কি শরীফের কাছে প্রকাশ করিনা।আমার অবুঝ মনটা বারবার হ্মতবিহ্মত করে দিচ্ছিল।পারিনা শরীফ কে বলতে ,যদি বলি ও কি মনে করবে। এই ভেবে ওর কাছেও বলা হলনা।

মাঝখানে পলির সাথে ২ মাস কথা বন্ধ ছিল।হঠাত একদিন ও ফোন দিল। দিয়ে বলল জানো সজিব ,আমার না বিয়ে ঠিক হযে গেছে।

আমি বললাম ভালইতো তবে বিয়ে হচ্ছে কবে?

পলিঃনা এত তারাতারি নয়,পরে হবে।আপাতত পরিবার থেকে কথাবার্তা হচ্ছে।

ছেলেকে দেখেছ?

পলিঃনা,ওকে দেখবো কি ভাবে । ও তো এখন বাহিরে আগে দেশে আসবে তারপর বিবাহ হবে।এখন ওর ফটো দেখেছি খুব স্মার্ট লাগল।

তোমার ফটো দেখেছে?

চলবে......

বিষয়: বিবিধ

১৪৩৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File