'টুডে ব্লগ' কেমন ?

লিখেছেন লিখেছেন টার্গেট ১৮ মার্চ, ২০১৩, ০৯:৪৯:৫৭ রাত

টুডে ব্লগে' আমি একেবারেই নূতন। নূতন হিসাবে কিছু আমার ধারনা হচ্ছে, এখানে কিছু পরিবর্তন দরকার। যেমন ঃ-

অর্থনীতি, কম্পিউটার,সেল-ফোন, যোগাযোগ( রেলওয়ে , বিমান,সড়ক), ভ্রমন, ধর্ম, খেলা ইত্যাদি বিভাগগুলো করা উচিত। পাঠকদের শুধুমাত্র একটা বিষয়ের উপর আগ্রহ থাকবে এধরনের ধারনা সঠিক না। কম্পিউটারের বিভিন্ন তথ্য জানার জন্য বহু মানুষ ফোরামে যায়।

অবশ্যই বিভাগানুযায়ী পড়ার সুযোগ থাকতে হবে। যে রাজনীতি পছন্দ করেনা, সে সেদিকে কেন যাবে ?

লিখা অবস্থায় এফ-১২ চেপে বাংলা-ইরেজীতে যা ওয়া-আসার সুযোগ থাকতে হবে। কারন আর্টিকেল লিখতে দুটি ভাষার প্রয়োজন হবেই। কিছু শব্দ যেমন এনইও, কমপিউটার, র‍্যাম ইত্যাদি ব্লগের ভিতরেই ইংরেজীতে লিখার প্রয়োজন হতে পারে। অবশ্য ওয়ার্ড লিখা যেতে পারে।

ধন্যবাদ

বিষয়: বিবিধ

১৩৭৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File