ভারত শত্রু না কি মিত্র
লিখেছেন লিখেছেন মবকল ১৯ মার্চ, ২০১৩, ০২:১২:২০ রাত
ভারত পাকিস্তান বিভক্তির পর পাকিস্তানী অপ শাসনের শৃংখল হতে মুক্ত হয়ে উনিশ শত একাত্তুর সালে পৃথিবীর ইতিহাসে বাংলাদেশের নাম লিখানো হয়। বিনিময়ে দিতে হয়েছে অনেক জীবন এবং মা বোনের ইজ্জত। পঙ্গুত্ব বরণ করেছে অসংখ্য মুক্তিযোদ্ধা। সে সময় বিভিন্ন ভাবে ভারত বাংলাদেশকে সাহায্য সহযোগীতা করেছে বলে আমরা জানি। ভারত হতে বিভক্তি হওয়া পাকিস্তান আবার দিখন্ডিত হবে সেই খুশিতেই ভারত বাংলাদেশকে সাহায্য সহযোগীতা করেছিল এক কথায় ভারত তার নিজ স্বারথেই এটা করেছিল। যুদ্ধ পরবরতী বাংলাদেশের উপর খবরদারী করে বিভিন্ন সুযোগ সুবিধা গ্রহন ছিল মুল উদ্দেশ্য। স্বাধীনতার পর হতে আজ পরযন্ত আমরা ভারতের কাছ হতে কি পেয়েছি এই হিসাবটা করলেই অংক মিলে যাবে।
ভারত থেকে সবচেয়ে বেশি পাওয়ার কথা যে জিনিসটি তা হলো পানি। সেটা আমরা পাইনি। আজ পরযন্ত তিস্তার পানি বন্টন নিয়ে টাল বাহানা চলছে। ফারাক্কাবাঁধ, টিপাইমুখবাঁধ ইত্যাদি দিয়ে পানি আটকানো হয়েছে। নদীমাতৃক বাংলাদেশের নদীগুলো হয়েছে খাঁ-খাঁ মরুভুমি। মাছে ভাতে বাঙ্গালীর যে ঐতিয্য সেটা বিলিন প্রায়। আমরা একেবারেই পানি পাইনা সেটা বলবনা, আমরা পানি পাই সেটা কখন, যখন বরষার অতিবৃষ্টিতে বাংলাদেশের নদ নদী কানায় কানায় ভরে উঠে ঠিক সে সময় ভারত পানি ছেড়ে বাংলাদেশের মানুষকে হাবু-ডুবু খাওয়ায়। ডুবে যায় হাজার হাজার একর ফসলের মাঠ, ভেসে যায় অনেক বাড়ী ঘর। বন্যার সময় ও বন্যা পরবরতী সময়ে পানি বাহিত বিভিন্ন রোগে মারা যায় হাজার হাজার শিশু। ভারতীয় সিমান্ত দিয়ে ফেনসিডিল, ইয়াবাসহ মরণ নাশক মাদকদ্রব্যে সয়লাপ বাংলাদেশ। বাংলাদেশ স্বাধীনতা লাভ হতে আজ পরযন্ত হাজার হাজার বাংলাদেশী মানুষকে পাখির মতো গুলি করে মেরেছে বিএসএফ । কিছু দিন আগে তারাকাঁটার বেড়ায় ঝুলে থাকা ফেলানির লাশ যেন আজও চোখে ভেসে উঠে। তাদের আর কি দেওয়ার আছে, যার জন্য তারা বরতমান বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। প্রিয় বন্ধুগন আপনারাই বলুন, ভারত আমাদের শত্রু না কি মিত্র ।
বিষয়: বিবিধ
১৫৬৮ বার পঠিত, ০ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন