শাহবাগি আন্দোলন এবং অতঃপর ঃ

লিখেছেন লিখেছেন আবরণ ১৭ মার্চ, ২০১৩, ১১:৪১:১১ রাত

শাহবাগ চত্বরে যখন প্রথম আন্দোলন শুরু হয় তখন অনেকেই ভেবেছিলেন এটা তরুন প্রজন্মের একটা নিরপেক্ষ নির্ভেজাল আন্দোলন। কয়েকদিন যেতে না যেতেই দেখা গেল সেই সব মুখগুলো যারা মুখোশ পরে পিছন থেকে কলকাঠি নাড়ছিলেন। সরকারি ছত্রছায়ায় সরকারি মদদে সরকারি দলের লোকদের নির্দেশনায় যে নাটকটা আম জনতার সামনে তুলে ধরার চেষ্টা করা হচ্ছে তা আর যাই হোক এর স্বতঃস্ফূর্ত চরিত্র হারাতে বাধ্য । এ ক্ষেত্রেও এর বাতিক্রম হয়নি। শাহবাগে অনেকেই যে আশার আলো দেখেছিলেন তা ইতিমধ্যে মরীচিকায় পরিনত হয়ে গেছে। পুণ্যভূমি চিটাগাঙে আর একটা শাহবাগ তৈরির চেষ্টা করে তারা বার্থ হয়েছে। বরিসালেও হয়ত একই পরিনতি হবে। সুতরাং অতঃপর ঃ

বিষয়: রাজনীতি

১২৬৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File