স্বভাব যায় না মলে

লিখেছেন লিখেছেন আবরণ ২৩ এপ্রিল, ২০১৩, ১২:১৮:১৮ রাত

গ্রাম বাংলায় একটি বহুল প্রচলিত প্রবাদ আছে, " স্বভাব যায় না মলে আর ইল্লত যায় না ধুলে"। টিভিতে খবর দেখছিলাম। হঠাৎ করে চোখ পড়ে গেল একটি টিভি চ্যানেলের ব্রেকিং নিউজে। খবরটি হলো , ]" ভোলার চর ফ্যাশনে ট্রাক থেকে দুম্বার গোশত ছিনতাই কালে শ্রমিক লীগ নেতা পুলিশের গুলিতে আহত"। লীগ সরকারের আমল আর চুরি, ডাকাতি, রাহাজানি, লুটপাট, দুর্নীতি, স্বজনপ্রীতি, আত্মীয়করণ, দলীয়করণ, দলবাজি, গলাবাজি এ সবই সমার্থক শব্দ। লীগ সরকারের বড়নেতা, ছোট নেতা, পাতি নেতা, মেঠো নেতা কেউ কম যায় না। খেতে খেতে খাওয়ার নেশা তাদের এমন ভাবে পেয়ে বসেছে যে আবক্ষ নিমজ্জিত হয়ে গেলেও খাওয়ার নেশা থামছে না। প্রতি বৎসর সৌদি আরব থেকে কিছু দুম্বা ও উটের গোশত এ দেশের গরীব মিসকিনদের জন্য পাঠানো হয়। এর বেশীর ভাগ গোশতই সমাজের বিত্তবানেরাই ভাগাভাগি করে নিয়ে নেয়। সত্যিকারের গরীব মিসকিনদের ভাগ্যে খুব কমই জোটে। লীগ সরকারের শাসনামলে একজন লীগ নেতা একটু গোশত না হয় বেশীই নিতে পারে। কিন্তু তাই বলে ট্রাক থেকে ছিনতাই করতে হবে? ছি...ছি...ছি। আবার বেরসিক পুলিশ ব্যাটা দুম করে গুলি করে বসেছে। কি জানি পুলিশ বোধ হয় বুঝতে পারেনি উনি লীগের একজন শ্রমিক নেতা। পুলিশ হয়তো ভেবেছিল উনি জামাত শিবিরের কেউ । জামাত শিবিরকে গুলি করা যত সহজ একজন লীগ নেতাকে গুলি করা তত সহজ নয়।

বিষয়: বিবিধ

১৬৮৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File