মাহমুদুর রহমান

লিখেছেন লিখেছেন আবরণ ১৭ এপ্রিল, ২০১৩, ০৮:৫২:৩৩ রাত

ধন্য মায়ের ধন্য সন্তান

মাহমুদুর রহমান।

দিকে দিকে আজ জোট বাঁধিছে মুরতাদ শয়তান

সত্যের পতাকা হাতে লয়ে তুমি হও আগুয়ান।

কালো রাতের আঁধার পেরিয়ে ফুটবে আলোর রেখা

শির তব চির উন্নত, ললাটে বিজয় চিহ্ন লেখা।

চিত্ত তোমার ভয় শূন্য,কলম তোমার নাঙ্গা তলোয়ার

সালাম তোমায় হে বীর সেনানী ,সালাম বারেবার।

বুজদিলেরা মরে বারবার সাহসীরা লড়ে যায়

কে রাখে তোমায় বন্দী করে এমন কারাগার কোথায়?

আসুক যত ঝড় ঝঞ্ঝা বয়ে যাক সাইক্লোন

আল্লাহ আছেন তোমার সাথে, আছে তৌহিদী জনগন।

ভয় পেয়োনা বন্ধু তুমি, সাহস রাখো মনে

রাক্ষসেরাই মরবে একদিন তোমার ছোড়া বাণে।

বিষয়: বিবিধ

১৩৮২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File