আরেকটি সংগ্রামের ইসতেহার
লিখেছেন লিখেছেন দুর দিগন্তে ২০ মার্চ, ২০১৩, ১১:৫৯:৪৩ রাত
আমরা বাংলার সৈনীক সর্বাত্নক ঘোষনা করছি যুদ্ধের
আজ বাংলাদেশের পক্ষে আরেকটি নতুন স্বাধিনতার ।।
আমদের তরুণ প্রজন্মের এবারের সংগ্রাম
কুইক-রেন্টাল ধাপ্পাবাজি, উচ্চ দ্রব্য মূল্য তেল-গ্যাস-
বিদ্যুতের উপর্যুপরি মূল্যবৃদ্ধির বিরুদ্ধে ।।
আমদের তরুণ প্রজন্মের এবারের সংগ্রাম
সাগর-রুনি, রফিক মজুমদার, বিশ্বজিৎ দাস
ইমরান, আবিদ, রোহানী, মাসুম, ফেলানী
২৮ অক্টোবর পল্টন ট্রাজেডী, গার্মেন্টস ক্যু,
পিলখানা ট্রাজেডী, র্যাবের বিচার-বহির্ভূত হত্যাকাণ্ড,
পুলিশী হেফাজতে খুন, লাশের উপর নৃত্য,
চোখ উপড়ে ফেলা ও সিমান্ত হত্যাকান্ডের বিরুদ্ধে ।।
আমদের তরুণ প্রজন্মের এবারের সংগ্রাম
চৌধুরী আলম-ইলিয়াস -আবু সালেহ ইয়াহিয়া,
দেলোয়ার সহ দেশব্যাপী -গুমের সয়লাব,
শেয়ার বাজার -ডেস্টিনি-ইউনিপে-হলমার্ক-
সোনালী ব্যাংক গলাধঃকরণ সহ
সর্বস্তরে নিঃলজ্জ আওয়ামী করনের বিরুদ্ধে ।।
আমদের তরুণ প্রজন্মের এবারের সংগ্রাম
নজিরবিহীন বিরোধী দল দমন, দলন-নির্যাতন,
গণ-মামলাকরণ, গণ-গ্রেফতার,গণ-রিমান্ড
রেকর্ড সংখ্যক খুনি ফাঁসির আসামীর মুক্তি,
রক্ষীবাহিনী স্টাইলে সরকারী লোকদের সাদা-পোশাকে মানুষ তুলে নিয়ে খুন,
পর্দানশীন নারীদের বিনাদোষে গ্রেফতার-রিমান্ড-কারাবাস নির্যাতন,
নিজ দলীয় লোকদেরকে কালোটাকায় চ্যানেল, পত্রিকা,
ব্যাংক-বিমা অনুমোদনের বিরুদ্ধে ।।
আমদের তরুণ প্রজন্মের এবারের সংগ্রাম
শিক্ষার ১২টা বাজানো, শিক্ষকদের ওপর হামলা,
হত্যা, ন্যায্যদাবী তোয়াক্কা না করা, ছাত্রলীগের দেশব্যাপী তাণ্ডব,
পুলিশের সহযোগী হয়ে অসহ্য জঙ্গি অপতৎপরতা,
ভর্তি-ঘুষ বাণিজ্য, ক্যাম্পাস দখল, হল দখল,
চাদাবাজী, টেন্ডারবাজী ,অপহরন ,মুক্তিপণ ,
শিক্ষাঙ্গনে সন্ত্রাস জালাও-পোড়াও ও নিয়োগ বানিজ্যের বিরুদ্ধে ।।
আমদের তরুণ প্রজন্মের এবারের সংগ্রাম
মন্ত্রী-নেতাদের বল্গাহীন মন্তব্য,
পরীক্ষার রেজাল্টে শিক্ষকদের বেশি মার্ক দেয়ার নির্দেশ,
প্রশ্নপত্রফাঁস বানিজ্য,কালো-বিড়াল দফতরবিহীন সুরঞ্জিত কেলেঙ্কারি,
গার্মেন্টস সেক্টরে অস্থিরতা, ব্যাপক প্রাণহানি, নিরাপত্তাহীনতা,
সীমান্ত-হত্যার, দালালী, দেশের চেয়ে প্রতিবেশীর তুষ্টি প্রদর্শন,
নোবেল-বিজয়ী ইউনুসকে নাস্তানাবুদ, ট্রানজিট, টিফা,
টিপাইমুখ বাধ ,দেশবিক্রীর গোপন চুক্তির বিরুদ্ধে ।।
আমদের তরুণ প্রজন্মের এবারের সংগ্রাম
দেশপ্রেমিক(!) আবুল-মশিউর-বিশ্বব্যাংক-দুদক নাটক,
পদ্মাসেতু কলঙ্ক, আন্তর্জাতিকভাবে দেশকে বন্ধুহীন ব্যার্থ রাষ্ট্রে পরিণত করা,
শাহবাগী তরুণদের মাথায় কাঠাল ভাঙ্গা নাটক,
যুদ্ধাপরাধী বিচারের নামে দেশকে
গৃহযুদ্ধের দিকে ঠেলে দেওয়ার ষড়যন্ত্রের বিরুদ্ধে ।।
এবারের সংগ্রাম মুক্ত অসৎ নেতানেতৃ,মুক্ত তাবেদার ।
এবারের সংগ্রাম ষোলকোটি মানুষের রিদয়ের অঙ্গীকার ।
এবারের সংগ্রাম নাস্তিক মুক্ত সোনালী সুদিন ফিরাবার ।
মোশাররাফ
১১.০২.১৩
বিষয়: বিবিধ
১১১৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন