ধাক্কা

লিখেছেন লিখেছেন দুর দিগন্তে ০৭ সেপ্টেম্বর, ২০১৬, ০৯:৩৫:৩১ রাত



সরকার নড়বোড়ে,

চায় এক ধাক্কার l

বিরোধীরা ভূল ট্রাকে,

প্রয়োজন চাক্কার ll

-

রামেবামে দেশ চালায়,

ইনু মিনু হাইহাই l

মিডিয়াজল ঘোলা করে,

প্রশাসনে খায় খায় ll

-

পাবলীক সুখে নাই,

তবু মুখ বন্ধ l

কুটনীতির লালবাতী,

তাতে ওরা অন্ধ l l

-

ইসলামীষ্টরা দোটানায়,

ফতুয়ায় পুঁজি l

থমথমে জামায়াতের,

নতুন পথ খুঁজি ll

-

মোশাররফ.০৬০.৯১৬

বিষয়: বিবিধ

৮৭৩ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

377321
০৭ সেপ্টেম্বর ২০১৬ রাত ১০:২৯
হতভাগা লিখেছেন : খালেদা ক্লান্ত , তারেক পলাতক
কর্মীরা মার খাবে আর কাহা তক
ফাঁসি কাষ্ঠে নেতারা পাচ্ছে যে অক্কা
বলে বলে হাসুবু মারছে চার ছক্কা

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File