"অতুলনীয় 'মা' ও তার ভালবাসা"
লিখেছেন লিখেছেন দুর দিগন্তে ১২ জুলাই, ২০১৬, ০৯:২৬:৪০ সকাল
..............................................
শিশুকালে সন্তানদের প্রতি সব মা'দের ভালবাসা, প্রায় একই রকম l কিন্ত, বয়সন্ধীকালের পর ছেলের প্রতি তাদের ভালবাসার প্রকাশ বদলাতে থাকে । একেক মা'র একেক রকম প্রকাশভঙ্গি । মা' জাতীর "তামাম ভালবাসা" রহমত হয়ে, বর্ষিত হয়, কারো হাসিতে l কারো কান্নায় l কারো রাগে l কারো অনুরাগে l কারো বকুনীতে । কারো অভিমানে । কারো নিরবতায় । কারো কাতরতায় l কারো প্রার্থ্যনায় l কারো গোচরে । কারো অগচরে । কখনো দিনের আলোয় l কখনো বা রাতের অন্ধকারে l
-
মাঝে মাঝে মা'দের ভালবাসার ব্যাকারণ বুঝা যায় না l তাদের মায়া মমতার ক্যামেস্ট্রি, কোনো অভিধানেও খুজে পাওয়া যায় না l অনেক সময়, অনেক সন্তান তাই ভালবাসার অংকে ভূল করে l সূত্রে তালগোল পাকিয়ে ফেলে l কখনো আবার মা তার ভালবাসা এমন চুপিসারে প্রকাশ করে ? যে, মা দুনিয়ায় থাকা অবস্থায় অনেক সন্তান টেরই পায় না l এমন নিরব ভালবাসায় আল্লাহর আরশ খুশিতে ঝলমল করে উঠলেও, সন্তানের হৃদয়ে, খুব কমই আসর করে l পরিতৃপ্ত ভালবাসার প্রকাশ, সন্তানের কাছে শুধুই প্রকাশ্য l যা দেখা যায় l বুঝা যায় l অনুভব করা যায় l কিন্ত অধিকাংশ মা তার ভালবাসার ভান্ডারে কিছুটা রহস্য রাখেন l যাতে সন্তান তা মর্মে মর্মে অনুধাবন করে l
-
'মা' দের মন যেমন এক একটি মহাজগত l তেমন তাদের ভালবাসার বিশালতাও এক একটি মহাকাশের মত l সৃস্টির শুরু থেকে নানান গবেষনা আর অভিযান চালিয়ে, যেমন আসমান যমিনের স্থাপত্য ও স্থাপনার সঠিক তথ্য আর হদিস আজও কেউ হাজির করতে পারেনি l তেমনি 'মা'দের মনোজগত আর ভালবাসার বিস্তৃর্ণতায়, হাজার বছর পরিভ্রমন করে, আজ অবধী দিগন্তপানে কোনো সন্তান হাজির হতে পেরেছে কি না ? আল্লাহ ভালো জানেন l যারা পেরেছে তারা কামিয়াব l কারণ তারা হক্কুল অলিদাইনের দাবি পূরনকারী l
-
কিন্তু, আমরা যারা পারেনি ? কিংবা সে চেস্টাটাও করে দেখেনি বা দেখছিনা ? তারা কি ভেবে দেখেছি ? সকাল সন্ধা জাই-নামাজে আনুষ্ঠানিক পাখির বুলির মত "রাব্বির-হাম-হুমা কামা-রাব্বায়ানী স্বাগীরা" বলা না বলার মাঝে, আল্লাহর কাছে কোনো গুরুত্ব নেই l বরকত নেই l নেই কোনো ফজিলত l আমরা অনেকেই ভূলে যায় যে, হক্কুল ওয়ালিদাইন অর্থ বিররুল অলিদাইনের মাঝে নিহীত l আর বিররুল অলিদাইনের মাঝেই প্রকৃত হুব্বুল অলিদাইনের সার্থকতা l হে আল্লাহ আমাদের ভালবাসায় মাদের l ও তাদের ভালবাসায় আমাদের সিক্ত করুন l আমীন l
বিষয়: বিবিধ
১১০৯ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন