সূর্যোদয়

লিখেছেন লিখেছেন দুর দিগন্তে ১৬ মার্চ, ২০১৩, ০৫:৫৯:২৯ সকাল



সত্য কখনো মিথ্যার শিকলে

আবদ্ধ কি রাখা যায় ?

ন্যায় কখনো অন্যায় গারদে

নিয়েছে কি আশ্রয় ? । ।

আলো কখনো গহীন আঁধারে

মেনেছে কি পরাজয় ?

তিমির কখনো বিশ্ব-ভূবনে

হয়েছে কি চিরস্থায় ? । ।

খরস্রোত কখনো বাঁধের দেয়ালে

কভু কি গতিহারায় ?

স্বৈরশাসকের দমন পিড়নে

গণজোয়ার কি রুখা যায় ? । ।

তারিক মুসা বান্নারা কখনো

থেমেছে কি বিশ্বময় ?

নমরুদ ফেরাউন মুজিব শাহীর

দেখনি কি বিপর্যয় ?

ফাঁসীর তখতো শহীদের মিছিল

ইমানী কি পরীক্ষা নয়?

সম্মুখে চলো রাত পোহালেই

দেখবে নতুন সূর্যোদয় ! । ।

মোশাররাফ.

২১.০২.১৩

বিষয়: বিবিধ

১০১৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File