সংগোপনে
লিখেছেন লিখেছেন দুর দিগন্তে ২১ মার্চ, ২০১৬, ০১:২৫:১২ রাত
কিচির মিচির কত পাখি,
কষ্ট বুকের যায় বলে ।
ঝাঁপটে ডানা শত আবার,
দুর নিলীমায় দেয় ঠেলে । ।
-
কুহু-কুহু গায় কোকিলে,
মনে- সুঃখের বান ডাকে ।
ভোরবিহানে ডাকদিয়ে কয়, শোককথা একঝাঁক কাকে । ।
-
আমি বরং কাক না হয়ে,
দোয়েল কোয়েল ময়না হই l
সংগোপনে মনিব পানে,
টিয়ার সূরেই দুঃখ্ִ জানাই । ।
-
মোশাররফ
২০.০৩.১৬
বিষয়: বিবিধ
১০৩৬ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন