সুহৃদ জন
লিখেছেন লিখেছেন দুর দিগন্তে ২৮ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:১৮:১১ রাত
-
ওরা আমায় বেধেছিল,
ভালোবাসার প্রীতিতে ।
ভয় সংশয় করেছি জয়,
রেখেছি তাই স্মৃতিতে । ।
-
ওরা আমার শিক্ষাগুরু,
ধ্যানে জ্ঞানে শ্লোগানেও l
বিনয় সাহস যুগিয়েছিল,
অটুট থাকা প্লাবনেও ।l
-
ওরা আমার শ্রোদ্ধাসিক্ত ,
মস্তো উদার শীতল মন l
অধম নাদান আগন্তকে,
করেছিলো সুহৃদ জন । l
-
মোশাররফ. ১৬০১১৬
বিষয়: বিবিধ
৮৫৩ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন