" দ্বিধাহীন "

লিখেছেন লিখেছেন দুর দিগন্তে ২৯ অক্টোবর, ২০১৫, ০১:২২:৫৪ রাত



-

আশাহত হওয়ার মানে,

নহে এ বুক আশাহীন ।

ভাষা হারিয়ে যাওয়ার মানে,

নহে এ মূখ বাকহীন ll

-

অশ্রু-সাগর খরার মানে,

নহে আখি জলহীন ।

বাধার শেকলবন্দী মানে

নহে পদদ্বয় বলহীন । ।

-

আল্লাহু আক্ববারের মানে,

আহাদ আহাদ দ্বিধাহীন ।

হয় খিলাফাহ নয় শাহাদাহ

লক্ষ্যে অটুট চিরদিন । ।

-

মোশাররফ. ২৮১০১৫

বিষয়: বিবিধ

১০১৯ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

347773
৩০ অক্টোবর ২০১৫ রাত ০৩:০১
সাদিয়া মুকিম লিখেছেন : আসসালামুআলাইকুম । খুব সুন্দর কবিতা। খুব ভালো লাগলো এই চরণটুকু-

আল্লাহু আক্ববারের মানে,

আহাদ আহাদ দ্বিধাহীন ।

হয় খিলাফাহ নয় শাহাদাহ

লক্ষ্যে অটুট চিরদিন । ।


শুকরিয়া Good Luck

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File