" লক্ষ্য "

লিখেছেন লিখেছেন দুর দিগন্তে ১৪ অক্টোবর, ২০১৫, ১২:২৯:৫৫ রাত



পথটা করো আলোভরা,

সত্টা কর লক্ষ্য ।

লক্ষ্য পানে বাধা এলে,

পাততে দিও বক্ষ l l

-

অন্তর দিও জ্ঞানে ভরা,

রাত্রী শীতল চক্ষু ।

কান্তার মরু পাড়ি দিতে,

সোয়ারী করো দক্ষ । ।

-

সাহস দিও খালিদ আলীর,

আবু বকরের সখ্য ।

হকবাতিলের শেষ লড়ায়ে,

নিতে দ্বীনের পক্ষ । ।

-

মোশাররফ

১৩.১০.১৫

বিষয়: বিবিধ

৭৬৩ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

345596
১৪ অক্টোবর ২০১৫ রাত ০১:৪৫
আব্দুল গাফফার লিখেছেন : ভালো লাগলো, অনেক ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File