দুরভীসন্ধি

লিখেছেন লিখেছেন দুর দিগন্তে ১৪ ডিসেম্বর, ২০১৪, ১২:৩১:১৫ রাত

হায়রে সাধের ফেসবুক,

মনে সারাক্ষন ধুকপুক ।

লাইক’ দেখি পড়লো কত,

পার হয়েছে কমেন্ট’ শত ।

ফ্রেন্ডরিকুয়েস্ট’ শয়ে শয়ে,

ট্যাগ’ মেরেছে জনা ছয়ে ।

পোস্ট’ করেছে ফটোর ঝুঁপি,

ঘন্টা ব্যাপি দেখছি চুপি ।

এই হাসি তো এই কাঁদি

স্মৃতি জোয়ারে আহল্লাদি ।

এক জিনিসেই বার বার,

মাউস ঘুরিয়ে সময় পার ।

খেলা ধুলা আর সংস্কৃতি,

হারাচ্ছে তারুণ্য প্রকৃতি ।

নতুন প্রজন্ম ঘর-বন্দী,

জুকারবর্গের একোন ফন্দি ।

১২-১২-১৪

বিষয়: বিবিধ

৯০৪ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

294062
১৪ ডিসেম্বর ২০১৪ রাত ০১:১৩
দুষ্টু পোলা লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
294070
১৪ ডিসেম্বর ২০১৪ রাত ০১:৪৮
নাছির আলী লিখেছেন : বেশ ভালই তো লাগল.সময় উপযোগী কবিতা। অনেক ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File