খুব স্বাভাবিক

লিখেছেন লিখেছেন দুর দিগন্তে ০৭ নভেম্বর, ২০১৪, ০৫:০৭:৩৪ সকাল

ওরে নাস্তিকের দল শুনে রাখিস-

তোরা যাকে ফাঁসির মঞ্চো বলিস ?

আমরা বলি সেতো নির্ভীক এক

খাঁটি মুমিনের চির-আবেহায়াত ।

একবিন্দু থাকলে বিশ্বাস পড়ে দেখিস-

পবিত্র কুরআনে একটি মাত্র আয়াত !!

ওয়ালা তাহসাবান্নাল লাজিনা কুতিলু-

ফি-সাবি-লিল্লাহি আমওয়াত । ।

ওরে মোনাফেকের বংশ শুনে যা-

কাদের বলিস রাজাকার-যুদ্ধাপরাধী ? ।

তারাই এশতকের খালিদ সালাহদ্বীন-

তারিক মুসা জামালুদ্দীন আফগানী,

লাখো যুবককে দিয়েছে দ্বীনের দ্বিশা-

আলোকিত বাংলায় নায়া জিন্দেগানী । ।

আমাদের হৃদয় তারাই করেছে শিতল-

নিরাময় হয়েছে তাই নষ্টভ্রষ্ট ব্যাধী । । ।

ওরে মার্দুদ ইবলীশের দল শুনে রাখিস-

যূগেযূগে তোরা লাখো নবী-রাসূলকে

করেছিস হত্যা-নির্যাতন অমানবিক ।

জান্নাতের আকাশে তারা জোতিষ্ক হয়ে

মিটিমিটি হেসে রোজ হাতছানি দেয়,

তাদের সেপথে যারা অনাগত সৈনীক । ।

পরকালীন সফলতায় আমাদের কাম্য

পৃথিবী-কারাগার শাহাদাতই খুজি সাফল্য,

তাদের জীবনে ফাঁসিমঞ্চ খুব স্বাভাবিক । । ।

মোশাররফ ০৫.১১.১৪

বিষয়: বিবিধ

৮৯৬ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

281951
০৭ নভেম্বর ২০১৪ দুপুর ১২:১৯
আব্দুল মান্নান মুন্সী লিখেছেন : পড়ে অনেক ভালো লাগলো ধন্যবাদ Thumbs Up

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File