গোলমেলে
লিখেছেন লিখেছেন দুর দিগন্তে ১৭ আগস্ট, ২০১৪, ০৪:১৯:৫২ রাত
তুমি ছিলে আমার মতো
আমিও ঠিক তাই
আমার চিন্তা তোমার মনে
পেয়ে যেতো ঠায় । ।
আমি আছি আগের মতই
তুমিই বদলে গেলে
বদল হাওয়াই স্বাভাবগুলো
একপেশে গোলমেলে । ।
সেদিন গুলো আবার ফিরুক
হারিয়ে যাওয়া ক্ষনটা
ফিরিয়ে দেবো স্নেহপরশ
ফেরাও অতীত মনটা । ।
১৭/০৮/৭৪
বিষয়: বিবিধ
৯২৬ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
হুম..তা ঠিক..
কিন্ত প্রত্যাশা আর দুআ তো করতে পারি
মন্তব্য করতে লগইন করুন