গোপন-ট্রেনিং
লিখেছেন লিখেছেন দুর দিগন্তে ২৭ নভেম্বর, ২০১৪, ০৪:৪৮:০৬ রাত
মধ্যপাড়ার মফিজ চাচা, এক সকালে এসে,
বাপকে ডেকে কিছু কথা, বললো কান ঘঁসে
ভাবছি আমি কি সবকথা, কিবা বলতে পারে ?
কৌতুহলে কানপাতি তাই, নীরব জানলা ধারে । ।
ফিস-ফিসিয়ে বললো চাচা, জানো মন্ডল ভাই ?
বেকুব ছেলে শিবির করে, তোমার রক্ষা নাই !
রাগ-ক্ষোভে কাঁপছে বাবা, এদিক ওদিক তাকায়
হাত-পাদুখান ভেঙ্গে দিবো, এক্ষুনি ওকে ডাকায় ?।
মফিজ চাচা করলো বারণ, এমনি করে হবেনা,
সুকৌশলে শাষন করো, নইলে এভূত যাবেনা !
সেদিন থেকে বাবা আমার, পিছু নিতে লাগলো
কি করি কোথায় যাই, রাত-বিরাতও জাগলো । ।
আটনয় মাস পার হয়ে যায়, মন্দ কিছু পায়না !
মদজুয়া ভিসিয়ারে, তাওতো দেখি যায়না ?
কুরান-হাদীস রোজ পড়ে, আদব কায়দা বাড়ছে
ছোটো-খাটো দোষত্রুটি, সেটাও দেখি ছাড়ছে । ।
পাড়াপড়শী তারিফ করে, স্কুলে তার জুড়ি নাই
এমন তরো খাঁটিছেলে, কেমনে শাসন করি ভাই ?
কথাগুলো বললো বাবা, মফিজ চাচাকে ডাকদিয়ে
চোখরাঙ্গিয়ে বললো চাচা, সব দেখেছ খোঁজ নিয়ে ?।
সেদিন আমরা গভীররাতে, শব্বেদারীতে মশগুল,
মফিজ চাচা বাপকে ডেকে, বাধিয়ে দিলো হুলুস্তুল !
গোপনট্রেনিং দেখতে দুজন, অন্ধকারে লুকালো !
শত যুবক নামাজ শেষে, দুহাত তখন উঠালো । ।
কতসময় পার হয়েছে, আমরা সঠিক জানি না
আঁধার ঘরে কান্না ছাড়া, কানে কিছুই শুনি না
প্রোগ্রাম শেষে চুপি সারে, ঘরে এসেই দেখি -
বাপ ও চাচা আমার খাটে, বসে মুখো-মুখী । ।
বাবার চোখে জল তখনো, অনেক খুশি হলেন,
মফিজ চাচা দৌড়ে এসে, বুকে জড়িয়ে বলেন-
এই যদি হয় তোমার শিবির, ধন্য বাবা তুমি !
পিছে যে যা বলছে বলুক, জানেন অন্তর্যামী । ।
মোশাররফ.২৪.১১.১৪
বিষয়: বিবিধ
৮৫৯ বার পঠিত, ১০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মোর পোলারে নে বাবারা, ধ্বংস থেকে বাঁচা৷
শেখ বংশের লোক.....
স্থীর থাকুন সব সময়
মন্তব্য করতে লগইন করুন