বিক্ষোভে
লিখেছেন লিখেছেন দুর দিগন্তে ১০ জুন, ২০১৪, ০৩:৪২:২১ রাত
ছোট ছোট ভালো গুণে
দূর করে কালো তিল,
ঝিলমিল লাল নীলে
হয়ে যায় মনো মিল । ।
দুটি প্রাণ এক দিলে
টুক-টাক গল্পো,
হেসে খেলে হেলে দুলে
দিন যায় অল্পো । ।
পান থেকে চুন খসে
তাঁর পরে কষ্টো,
সত্য গোঁপন করে
হয় পথ ভ্রষ্টো । ।
রাগ গুলো তিল তিল
জমে জমে হয় ক্ষোভ,
রাগে ক্ষোভে এক দিন
রুপ নেয় বিক্ষোভ । ।
রাগ ক্ষোভ অন্যায়
তিনে মিলে যুদ্ধ
ভেঙ্গে চুরে সংসার
পথ চলায় রুদ্ধ । ।
মোশাররফ.
১০.০৬১৪
বিষয়: বিবিধ
১০৩৩ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
দূর করে কালো তিল,
ঝিলমিল লাল নীলে
হয়ে যায় মনে মিল” করা যেতে পারে। ধন্যবাদ
মন্তব্য করতে লগইন করুন