বিক্ষোভে

লিখেছেন লিখেছেন দুর দিগন্তে ১০ জুন, ২০১৪, ০৩:৪২:২১ রাত

ছোট ছোট ভালো গুণে

দূর করে কালো তিল,

ঝিলমিল লাল নীলে

হয়ে যায় মনো মিল । ।

দুটি প্রাণ এক দিলে

টুক-টাক গল্পো,

হেসে খেলে হেলে দুলে

দিন যায় অল্পো । ।

পান থেকে চুন খসে

তাঁর পরে কষ্টো,

সত্য গোঁপন করে

হয় পথ ভ্রষ্টো । ।

রাগ গুলো তিল তিল

জমে জমে হয় ক্ষোভ,

রাগে ক্ষোভে এক দিন

রুপ নেয় বিক্ষোভ । ।

রাগ ক্ষোভ অন্যায়

তিনে মিলে যুদ্ধ

ভেঙ্গে চুরে সংসার

পথ চলায় রুদ্ধ । ।

মোশাররফ.

১০.০৬১৪

বিষয়: বিবিধ

১০৩৩ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

233110
১০ জুন ২০১৪ সকাল ০৭:৪১
চক্রবাক লিখেছেন : অসাধারন কাব্য প্রতিভা আপনার! ;Winking
১০ জুন ২০১৪ সকাল ০৮:০০
179769
দুর দিগন্তে লিখেছেন : অনেক ধন্যবাদ , ভালো থাকবেন Praying Praying Good Luck Good Luck Praying Praying
233138
১০ জুন ২০১৪ সকাল ১০:০৩
মুর্শিদউল আলম লিখেছেন : সুন্দর ছড়া। তবে নীল শব্দটি বেদনার প্রতীক সেজন্য ”ছোট ছোট ভালো গুণ

দূর করে কালো তিল,

ঝিলমিল লাল নীলে

হয়ে যায় মনে মিল” করা যেতে পারে। ধন্যবাদ
১০ জুন ২০১৪ সকাল ১০:৩৭
179818
দুর দিগন্তে লিখেছেন : অনেক ধন্যবাদ,Good Luck Good Luck কালারফুল বুঝাতে নীল বলেছিলাম.বাট আপনার পরামর্শে খুশি হয়ে গ্রহণ করলাম.।Praying Praying Praying
233183
১০ জুন ২০১৪ সকাল ১১:৩৮
আব্দুল মান্নান মুন্সী লিখেছেন : অসাধারন....লাগলো,
১১ জুন ২০১৪ রাত ০২:১৭
180149
দুর দিগন্তে লিখেছেন : অনেক ধন্যবাদ ,ভালো থাকবেন Good Luck Good Luck Praying Praying Praying

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File