আলোর বিচ্ছুরণ….
লিখেছেন লিখেছেন দুর দিগন্তে ০৩ জুন, ২০১৪, ০২:৫৯:০২ রাত
আমি একআলোর বিচ্ছুরণ দেখেছি সেআলো নয় কোনো সূর্যের,
যার তিক্ষ্ণরশ্মীর নেকনজর কখনও পৃথিবীকে করে রুপে-উজ্জ্বল
বিস্তীর্ণ সবুজ-প্রান্তর সুজলা-সূফলা প্রাণীকুল হয় কর্মে চির-চঞ্চল ।
আবার তার প্রতিহিংস্র তেজস্ক্রীয়াই ফেটে চৌচির হয় যামিন,
গলধঘর্মে নাভিশ্বাষ উঠে,বাকরুদ্ধ হয় কর্মপরিশ্রান্ত তৃষিতরিদয়,
অগ্নিদগ্ধ বনবনানী পাহাড় চুড়ায় দাওদাও লেলিহান দাবানল । ।
কিন্ত আমি সে পবিত্র আলোর বিচ্ছুরণের কথা বলছি, যে আলোর
দীপ্তিময় আভা গ্রাম শহর নগর বন্দরে কোটি কুসংস্কারে দিকভ্রান্ত
বনি আদমের অন্তরকে করেছে রুহানী রৌশনীতে আলোকোজ্জ্বল ।
আমি এক বহমান ঝরর্নাধারা দেখেছি, সেটা নয় হিমালয় চুড়ার
গলিত বরফধারা,যার ক্রমাগত বয়ে চলা নিরন্তর নির্মম প্রয়াসে
বিশ্ব-মানচিত্রে অনুন্নত দেশ বিলিনের ভয়াল ইতিহাস আস্তাচল । ।
আমি সে পবিত্র ঝরর্নার কথা বলছি,যার বিরতিহীন বয়ে চলা
পিরোজপুর থেকে আটষট্টি হাজার জনপদের সীমানা ছড়িয়ে
যুগান্তরের ঘুর্নিপাকে হাজারও চক্ষু করেছে বিনম্র কুয়াশায় শিতল ।
লাখো ঘরে রাতের কালোতে ঝরে পড়া অশ্রুটলমল কিংবা,
জায়-নামাজের উদর চিরে মুক্তধারায় তাকওয়াতরীর প্রবাহ,
যা ফেরদৌসে তরংগায়ীত করেছে সময়ের রেনুতে অসংখ্য কপল । ।
আমি একটি কন্ঠস্বরে সুরের হুংকার দেখেছি,সেটা নয় কোনো বটমুলে,
পশ্চীমাশক্ত যুগোল কনসার্টে উশৃংখল গীটারে এ্যাবনরমাল উচ্চারণ,
ব্যান্ডের তালে ধুমায়িতমুখের উদ্ভট নড়াচড়া কিবা উম্মাদীয় বোল ।
নয় কোনো ফুলেলো লালসালুই মোড়ানো মাজার খাদক পীর মুর্শিদী,
শেষ রাতে ঢাক পিটানো হুক্কুর ধ্বনীর দেহ-দোলানো অসুস্থ হুলুস্তুল ।
নয় কোনো মুক্তাঙ্গন পল্টন নয়া পল্টন কিংবা বত্রিশ নম্বর মন্চের
রাজনীতির খৈফোটা দেমাগী ফুলঝুরীর চর্বিত মিথ্যা ডামাডল । ।
আমি সে বীরচিত কন্ঠে সত্যেসাহসী উচ্চারণের কথা বলছি, যে সুরের
অলৌকিক মুর্ছনায় মনোমুগ্ধ আবাল-বৃদ্ধ-বনিতা ভূলে বিভেদ-বিসংবাদ,
সব ধর্ম-বর্ণকে একাকার করে সীরাতুল মুস্তাক্বীমে করতো শামিল ।
যে কন্ঠের পবিত্র হুংকারে কেপে উঠে তাগুত মুরতাদ অপশক্তির ভীত,
বাজিকরদের চোখে সে যেনো এক বিভিশিখাময় সাক্ষাৎ আজরাইল ।
যে কন্ঠের অমীয়সুধা বেদীনের কলবে উচ্চারিত করেছে শাশ্ব্যত বানী
লাখো ফেরেশতা ঘিরে রাখতো যার সেই সে মহান শাশ্বত মাহফিল । ।
আমি আজ বাংলাদেশে গণমানুষের বুক ফাটা আর্তনাদ দেখেছি,
সেটা নয় কোনো সাইমুম সাইক্লোন ভুমিকম্প কিংবা সুনামীর
থাবায় থরথর ভয়াল ভবলীলায় ক্রন্দোশী গণমানুষের সুতিব্র
রোনাজারীতে স্তব্ধ পৃথিবীর বাকরুদ্ধ অশ্রুজল ।
নয় কোনো মরণ বোমার ক্রসেডীয় বিস্ফোরনে বিদ্ধস্ত আফগান
আরাকান ক্ষতবিক্ষত তুনিস মিশর সিরিয়া ,ছিন্ন-বিচ্ছিন্ন ফিলিস্তিন,
মানবতার ফিন্কী রক্তে রন্জিত বাহু সম্প্রসারিত প্রভুর পানে
মাজলুমানের গগন বিদারী আর্তনাদের শেষ আশ্রয় আকুল । ।
আমি সে আর্তনাদের কথা বলছি, যে হাহাকার ষোলকোটি মানুষের,
স্পন্দিত রিদয়ের তাকবীর ধ্বনীকে সমগ্র জনপদে করেছে প্রবল,
ঘরে বাইরে সমন্বিত প্রার্থনায় বিবেক বিগলিত বন্ধ-চোখের প্রেমাঞ্জল ।
সে আর্তনাদ আজ জাগ্রত জনতার শ্লোগান,আর নয় জনপদ রক্তলাল
মরণ-পণ অঙ্গিকার সর্বত্রই,আর নয় লাল দালানে নির্দোষ অশ্রুর মিছিল
হয় মৃত্য,না হয় মুক্তির অন্ব্যেষায় রাজপথে থাকবো চির-অটুট অবিচল
সত্যোঞ্জয়ী আল্লামা সাঈদী মুক্তিপাক ভেঙ্গেযাক জালীমের গারদশিকল ।।
১২.১২.১২ মোশাররাফ
বিষয়: বিবিধ
১১৮১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন