আল্লাহই যথেষ্ট

লিখেছেন লিখেছেন দুর দিগন্তে ০২ জুন, ২০১৪, ০৭:৩৫:৩৪ সকাল

অন্তরে রক্তক্ষরণ অস্থির অশ্রু ঝরায়

প্রাণপণ আড়াল করি ঝরঝর কপলধারায় ,

কৃত্রিম হাসির দ্যুতি মানুষের নজর কাড়ি

এক অদ্বিতীয় আল্লহ ছাড়া, কে আছে ?

সেই লুকানো কাঁন্না দেখতে পায় ?? । ।

আমার মন কখনও খুব খারাপ থাকে,

কারো কোলে লুকিয়ে কাঁদতে ইচ্ছে করে,

কেওকেও আমার সে অসম অসহায়ত্ব

উপভোগ করে, কিন্ত আল্লহ ছাড়া !!

কে আছে সাহায্যের হাতটি বাড়ায় ? । ।

ক্ষণকালে কতেক বিষয়ে কেও শাস্তিদেয়,

কি অদ্ভুত ! সে অপরাধ আমি করিনি

কিন্ত এমন হাজারো ভুল আমার হয়

যে ভুলের শাস্তি রহিত করে স্বয়ংআল্লাহ !

আমাকে সিক্ত করেন ক্ষমা মার্জনায় । ।

সে জন্যেই আমার মালিক সর্বশক্তিমান,

সব থেকে কল্যাণময় এবং দয়ালু,

অথচ আল্লহকে সন্তুষ্ট করা ততটাই সহজ,

যতটা কঠিন মানুষকে, আল্লাহই যথেষ্ট

আমি কেন থাকব তবে অন্যের প্রশংসায় ? । ।

মোশাররাফ ২১.০১.১৩

বিষয়: বিবিধ

১০১৭ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

229599
০২ জুন ২০১৪ দুপুর ০৩:৫৬
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File