খুজে নিক
লিখেছেন লিখেছেন দুর দিগন্তে ০৮ মার্চ, ২০১৪, ০৭:১৪:৪২ সকাল
একদিন সে যা বলেছিলো,বৈকি ?
সেটায় হইতো ঠিক !
কিন্তু ? আমি যা ভেবেছিলাম
আজকে সেটায় খুজে নিক ।।
দিলাম ঝড়ের পূর্বাভাস,ভাবলে !
পরম সুখের রাত !
ভেঙ্গে গুমের ঘোর, বুঝেলে !
হয়েছো তাতেই কুপকাত ।।
বৃষ্টি সাগর ঝর্ণা দিয়ে,লিখেছো ;
শত কবিতা ছন্দে !
একযূগ ঘুরে দাঁড়িয়ে, গেলো ;
পিঠে মোড়ানো হাত-বন্ধে ।।
মোশাররফ.
০৭/০৩/১৪
বিষয়: বিবিধ
৯৯০ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন