বৃহস্পতি
লিখেছেন লিখেছেন দুর দিগন্তে ১৯ জানুয়ারি, ২০১৪, ০৫:৪৬:০২ সকাল
কর্ম একাগ্রতা ততধিক বৃহস্পতি,
জীবন হয় আলোকিত আলোচিতও
সফলতা করে দক্ষতার শ্রিবৃদ্ধি ,
বিজয়ে অসৎ অবলম্বন হয় কলঙ্কমুক্ত
জীবন ইতিহাসে সেই কালজয়ী । । ।
অনেক জীবন সংসারে বৃহস্পতি-
উল্কাবেগে এসে হয় ক্ষনিক অতিথি,
কিন্তু দু'একটা শনি'র আবির্ভাব
আনে দুর্বিসহ লৌকিক ছন্দপতন,
সে দুঃখস্মৃতিই হয় আমৃত্যু রোমন্থন । । ।
কিন্ত যাদের জীবন ক্যালেন্ডারে-
নেই কোনো বৃহস্পতিই ,
শনি'র রাহুবন্ধনেই আজন্ম খানাপিনা,
তাদের স্মৃতিকাতরতা থাকতে নেই,
সেজীবনে সুরছন্দ কল্পনা বিলাসিতা । । ।
মোশাররফ. ১৪.০১.১৪
বিষয়: বিবিধ
১০২৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন