স্বপ্ন বধ কাব্য

লিখেছেন লিখেছেন দুর দিগন্তে ০১ ডিসেম্বর, ২০১৩, ০৬:১৮:৪১ সকাল

ঝিমিয়ে ঘুমিয়ে যে স্বপ্ন দেখে প্রাকৃতির পরষে,

মানুষ তাকে স্বপ্ন বলে, কিন্তু আমি বলি,

সেতো উড়ন্ত মনের বিভ্রম, খেয়ালী অবতারনা । ।

প্রকৃত স্বপ্ন দেখে বরং-

ঘুমন্ত চেতনা হয় জাগ্রত, সৃস্টির ক্ষিপ্রতায়

সভ্যতার বেলাভূমিতে উন্মোচন করে নতুন ফলক,

নিজ মনন ও মেধা স্বরূপে জীবন্ত হয় স্বগৌরবে,

হৃদয়ত্বন্ত্রীতে জন্মদেয়, সুপ্ত কল্পনা বিলাস । ।

স্বপ্ন উৎপাদন কারীদের অনেকেই

তার বাস্তবে রুপ দিতে অক্ষম,

বাস্তবায়নে সক্ষম মহাকাল ক্ষণজন্মাদের

কারো কারো উদরে, স্বপ্নের জন্মই হয় না । ।

বাস্তবায়নের নিরিখে স্বপ্ন থাকে জীবিত,

উদ্যোগ বিনিয়োগ শ্রম ও দক্ষতার সমন্বয়-

স্বপ্নকে করে সফল দীর্ঘজীবি ও দৃশ্যমান,

কোনো একটির ক্ষীণতায়, স্বপ্ন আত্নহত্যা করে

স্বপ্ন যত মহৎ সংগ্রাম তত বৃহৎ না হলে-

সে স্বপ্নকে বধ করা লাগেনা, নিজে ইন্তেকাল করে । ।

মোশাররফ. ০১১২১৩

বিষয়: বিবিধ

১০৯৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File