কিশোরবৃক্ষ
লিখেছেন লিখেছেন দুর দিগন্তে ০৮ নভেম্বর, ২০১৩, ০৭:১৬:৫২ সকাল
এক কিশোরবৃক্ষ !
বসন্তের প্রথম পহারে,
উর্ধালোকে লকলকিয়ে বেড়ে উঠেছিলো,
লতায় পাতায় রঙবেরঙা ফুলেলো মোড়ক,
নব-নব মাত্রা, শোভাবর্ধন করার অবিরাম প্রয়াস,
উঁকি দিচ্ছিলো যৌবনপ্রাপ্তির পূর্বাগোমনী ক্যানভাসে । ।
এক মালি !
নিজ উপবনে সাজালো বৃক্ষরাজি,
গল্পো শোনালো বেড়েওঠার, আলো আধাঁরীর ডাক,
সহস্র ফুটন্ত ফুলফলের সুবাস ছড়নো গীত-
অকাল অন্তীম প্রস্থানের নির্বাক সাক্ষী হয়ে,
অভিজ্ঞ দায়িত্বের অসম পরশ ছোঁয়ায় পত্রপল্লবে,
কিশোরবৃক্ষ পেলো যত্নশীল পরিচর্যা আঁচড়,
পেলো জীবন ক্রান্তিকাল উৎরানো শিক্ষাও । ।
এক বজ্রপাত !
আচম্কা মগডালে তখন,
যখন বাড়ন্ত কিশোরবৃক্ষ যৌবনদীপ্ত,
ছাল বাকলহীন গতর, ঘিলু বিগড়ানো কান্ড,
পথিক হারালো পথ,মালির তাতে ভিন্নমত
উদ্ভ্রান্ত উল্কা সাঁত্রায়, ভাঁঠিবেলা মঁরিচিকায় । ।
এক প্রতিদ্ধনী ! উপবন আমবশ্যার গহীনে
পথহারা ক্লান্তশ্রান্ত আমি, হয়ে যাবো কি নিঃশেষ ?
এক প্রতিউত্তর ! মাথাভাঙ্গা বৃক্ষ থেমেছে কি কখনো ?
ডানবামে গজানো শাখাই মগডালে হয় পরিনয়
জীবনচক্রে পাপ, কষ্ট আর সংগ্রাম না থাকলে ?
বৃক্ষগুলো সব দেবতা হয়ে যেতোরে খ্যাপা...। ।
০৮১১১৩
মোশাররফ।
বিষয়: বিবিধ
১০৪১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন