ষড়য্ন্ত্র
লিখেছেন লিখেছেন দুর দিগন্তে ২৮ সেপ্টেম্বর, ২০১৩, ০৫:৩৯:২২ বিকাল
রাষ্ট্রযন্ত্রে আমলাতান্ত্রিক ষড়য্ন্ত্র,
আভাসটা মইনউর মূল মন্ত্র,
অবরুদ্ধ ইয়াজুদ্দীন বন্ধ হৃদযন্ত্র-
বন্ধুকের মূখে আমাদের গণতন্ত্র !!
জাতির কপালে আঠাশ অক্টোবর,
দেশী ভীনদেশী শকুন করলো ভর,
সেক্যুলার পন্থী বাকশালের উপর,
বৈঠা হাতে এলো দল হায়নার,
বিশ্ব দেখলো নৃত্য আহা কি বরবর !!
লাশে লাশে ভরলো ঢাকার রাজপথ,
রক্তের বন্ন্যায় পল্টনের ফুটপাত,
মার্কিন ভারত ঊল্লূখদের উতপাত
পরাধীন বাকস্বাধীনতা গণতন্ত্র কুপকাত,
নির্বাক গণতন্ত্রে এলো পুতুল সরকার,
টিফা টিপাই দিলো ট্রানজিট করিডর,
ঘোসেটি বেগম জিল্লু বিল্লুদের উপহার
তবু কতকি পৈতাবাবুদের আবদার ? । ।
তোমরা দিয়েছো মোদের পাওয়ার
তামীল করছে দিল্লীর ইশতেহার
কবরে আর্মী ধ্বংসপ্রান্তে বিডিআর
বলো ঠাকুর এখনি সময় গুরুদক্ষীনার
পতাকা গোল্লায় যাক মেটাব হাহাকার !!
মোশাররাফ
২৭.১০.০৯
বিষয়: বিবিধ
১২২৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন