চেতনার বিঞ্জাপন
লিখেছেন লিখেছেন দুর দিগন্তে ০৩ মে, ২০১৪, ০৯:২৫:২৮ সকাল
হৃদয়ের কষ্টো গুলো জমাট বাঁধা নাও হাতে নাও,
জীবনের আশাহত ঘৃনা যতো তাও সাথে নাও ।
দুঃখঝরা অশ্রুদিয়ে রঙ বানিয়ে ওয়াল লিখে দাও,
বিবেকের বিঞ্জাপনটা বিলবোর্ডে দাও টেঙ্গেঁ দাও । ।
মানচিত্রটা বিক্রী করে গোলা ভরা ধাঁন এনে দাও,
কাটাছেঁড়া সংবিধান বেঁচে গোঁয়ালে গরু ভরে দাও ।
স্বাধীনতাকে বর্গা দিয়ে পদ্মা তিস্তায় ঢেউ তুলে দাও,
লালসবুজ পতাকা দিয়ে ফেলানীর দেহ ঢেঁকে দাও । ।
সীমান্তবাসী হাসবে যেদিন মানচিত্রটা ফিরিয়ে নেবো,
নিরাপত্তার চাদর পেলেই বন্ধুত্ব রক্ষায় রক্ত দিবো ।
সার্বভৌম থাকার মানেই স্বাধীনতার অর্থ পেলাম,
বেকারত্বের মুক্তি মানেই মাতৃভূমির ফসল খেলাম । ।
মোশাররফ.
০৪.০৫.১৪
বিষয়: বিবিধ
৮৬৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন