যুদ্ধ যুদ্ধ খেল
লিখেছেন লিখেছেন দুর দিগন্তে ০৫ সেপ্টেম্বর, ২০১৩, ০২:২৩:২৯ রাত
ওদের যুদ্ধ যুদ্ধ খেল,
আবার যুদ্ধ যুদ্ধ খেল,
তোদের তেলে রক্তে ভাজে
ইঙ্গ-মার্কীন বেল ।
হে মুসলীম আযম আরব
সব ফেরকা বিভেদ ভুলে
একটু চক্ষু মেল ।
এবার বোমা মারতে এলে
পাঠাইস আবাবেল
উদ্বোধনী এটম এবার
ইজরাইলেই ফেল
ওদের যুদ্ধ যুদ্ধ খেল । ।
বিষয়: বিবিধ
১১৩১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন