বাধ্য কার

লিখেছেন লিখেছেন দুর দিগন্তে ২৫ মে, ২০১৪, ০৩:৫৩:৫৯ রাত

এই কাফেলা রুখতে পারে

সাধ্য কার ?

সব ক্ষমতার উৎস মহান

আল্লাহ যার । ।

বাধঁভাঙ্গা রক্ত যোয়ার

ফুলছে রোজ

সময়োচিত রাজপথে আজ

মুমীনের খোঁজ ।

দ্বীনেরপথে বীর সেনারা

বাধ্য কার ??

এই মিছিলে সামনে যাবার

ভাগ্য তার

হয় খিলাফাত নয় শাহাদাত

শপথ যার ??

নিশান উড়য়ে তারুন্যঐ

দৃপ্তকদমে চলছে

বজ্রবিষাদে বুকে হিম্মত

মুখে হুঙ্কার বলছে !!

সেই লড়ায়ের বিজয় ঠেঁকায়

সাধ্য কার ??

মোশাররফ

০৫.০৫.১৪

বিষয়: বিবিধ

৯৮৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File