একটি খুশির খবর
লিখেছেন লিখেছেন রাইয়ান ১৬ জানুয়ারি, ২০১৪, ০৫:৪৬:৫৩ বিকাল
আলহামদুলিল্লাহ ! আলহামদুলিল্লাহ ! আলহামদুলিল্লাহ !
মহান রবের দরবারে অসংখ্য সুজুদ ও শুকরিয়া যিনি আমাদেরকে আজ এত আনন্দের একটি ক্ষণ উপহার দিলেন ! আমার চেনা সময়ের রংই বদলে গেছে আজ ৷ আকাশের আজকের পূর্নিমা চাঁদের মতই আমাদের পরিবারেও আল্লাহ পরম মমতায় ঢেলে দিয়েছেন একটি চাঁদ ৷ এই মুহুর্তে আমার মত খুশি কে আছে আর !
কারণ .....
আমি প্রথমবারের মত ফুপি হলাম আজ !
আল্লাহ রাব্বুল আ'লামীন আমার আদরের ছোট ভাই আর পরম আদরের মিষ্টি ভ্রাতৃবধুর কোল একটি পুত্র সন্তান দিয়ে ভরে দিয়েছেন ৷ আলহামদুলিল্লাহি রাব্বিল আ'লামীন !
সবার কাছে ছোট্ট বাবুটা আর ওর বাবা মায়ের জন্য দোয়া কামনা করছি ৷
সবার জন্য মিষ্টি !
বিষয়: বিবিধ
৩১১৫ বার পঠিত, ৫৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
বাবুর জন্য-----উপহার..
আপু আপনার খুশীতে আমার অনেক খুশী লাগছে।
আল্লাহ ছোট্ট মনিকে হায়াতে ত্যয়েবা দান কর তাকে মুত্তাকীদের ইমাম হওয়ার তৌফিক দান কর।আমীন ।
আপু আপনার খুশীতে আমার অনেক খুশী লাগছে।
আল্লাহ ছোট্ট মনিকে হায়াতে ত্যয়েবা দান কর তাকে মুত্তাকীদের ইমাম হওয়ার তৌফিক দান কর।আমীন ।
পেট ভরে মিষ্টি খান।
আব্বু সোনাটার মুখখানা দেখার জন্য অস্থির হয়ে আছি !
আল্লাহ বাবুটিকে দুনিয়াতে এবং আখিরাতে কামিয়াবি দান করুন।
অনেক শুভকামনা
নেংটি কাথা ধুতে হবে
নাহলে তো ছাড়বনা
আলোর আভা'র দুয়াটা আমিও:
আল্লাহ ছোট্ট মনি ও তার মা কে হায়াতে ত্যয়েবা দান কর তাকে মুত্তাকীদের ইমাম হওয়ার তৌফিক দান কর। আমীন।
অনেক অনেক দোযা রইল বাবুটার জন্য।
বাবুটাকে খুব দেখতে ইচ্ছা করছে।
আপনার আদর পৌঁছে যাবে বাবুটার কাছে .....
ভালো থাকুন প্রিয় প্রজাপতি ভাইয়া !
হম এখনও অনেক ব্যস্ত। তবুও আসলাম বড় আপুদের আনন্দের খবর শুনে।
আপু আপনার খুশীতে আমার অনেক খুশী লাগছে।
আল্লাহ ছোট্ট মনিকে হায়াতে ত্যায়্যিবা দান করুন। আমীন ।
যত মন্তব্য ও দোয়া- সবগুলোতেই আমীন
মন্তব্য করতে লগইন করুন