ঝিনাইদহে তিনদিন সুর্যের দেখা নেই ভাসমান মানুষের দুর্ভোগ চরমে
লিখেছেন লিখেছেন টুটুল বিশ্বাস ১৬ জানুয়ারি, ২০১৪, ০৫:৫০:১৭ বিকাল
ঝিনাইদহে গত তিনদিন সুর্যের দেখা মিলেনি। ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছে ঝিনাইদহের ৬ উপজেলা। শীতে মনুষ ও পশুপাখি জবুথবু। শীতের সঙ্গে দিনের বেলায় বৃষ্টির মতো কুয়াশা ঝরছে। এতে চরম বিপদে পড়েছে ভাসমান, দরিদ্র ও নিম্নবিত্তের মানুষ। প্রয়োজন ছাড়া মানুষ ঘর থেকে বের হচ্ছে না। মঙ্গলবার থেকে সুর্যের দেখা মিলেনি। ফলে দিন ও রাতে তাপমাত্রা অস্বাভাবিক ভাবে হ্রাস পাচ্ছে। এদিকে শীতের সঙ্গে মৃদু বাতাসে শীতের প্রকোপ আরো বাড়িয়ে দিচ্ছে। এতে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা চরমভাবে ব্যাহত হচ্ছে। বিপর্যস্ত হচ্ছে জনজীবন। শীত বৃদ্ধি পাওয়ায় শহেরর পুরাতন কাপড়ের দোকানে এখন চরম ভীড়। কমদামে মানুষ শীতবস্ত্র কিনে শীত নিবারণের চেষ্টা করছে। গার্মেন্টসগুলোতে গরম কাপড়ের দাম বেড়ে গেছে কয়েকগুণ। শীতের তীব্রতায় দিনের বেলায় ঘরের বাহিরে মানুষ জন বের হতে পারছে না। বাসষ্ট্যান্ড, টার্মিনাল ও রেলস্টেশনসহ ছিন্নমুল বসতি এলাকায় শীত নিবারণের জন্য খড়কুটো ও কাগজপুড়িয়ে মানুষ আগুন পোহাচ্ছে। রিক্সা, ভ্যান চালক থেকে শুরু করে দিনমুজুররা শীতের কারণে কাজ করতে পারছে না। এদিকে জেলাব্যাপী শীতের তীব্র প্রকোপ বৃদ্ধি পেলেও এখনো পর্যন্ত সরকারী বা বেসরকারী ভাবে ঝিনাইদহ জেলায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণের কোন লক্ষন নেই। রেডক্রিসেন্ট ও জেলা প্রশাসনের পক্ষ থেক্ওে জোরালো কোন পদক্ষেপ নেই। ধনাঢ্য ব্যক্তিরাও এই শীতে হাতগুটিয়ে বসে আছে। অথচ প্রকট শীতে এক শ্রেনীর মানুষ নিদারুন কষ্টে দিন যাপন করছে।
বিষয়: বিবিধ
১০৪১ বার পঠিত, ০ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন