নতুন প্রেরণা.........
লিখেছেন লিখেছেন অরুণোদয় ১৩ মার্চ, ২০১৩, ১০:২০:১৪ রাত
ঘড়িতে তখন সময় সন্ধ্যা সাতটা। প্রকৃতির মন কিছুটা ভারী। তাই আকাশ থেকে ফোটা, ফোটা বৃষ্টি ঝরছে। রাস্তায় বেশ ট্রাফিক জ্যাম। তাই বাধ্য হয়ে সায়দাবাদ-গাবতলীগামী ৮ নম্বর বাস থেকে বাইতুল মোকাররমের উত্তর গেটের কাছেই নেমে পড়লাম। নামার কথা ছিল পল্টন মোড়ে। রাস্তা পার হয়ে ফুটপাথ দিয়ে অফিসের উদ্দেশে একা একা হাটছি। হঠাৎ একটা বিষয় নজরে এল। দেখলাম মাথায় টুপি পড়া ২৫/২৬ বছর বয়সী একজন পঙ্গু ব্যক্তি ফুটপাথের উপর বসে টাকা গুনছে। লোকটির পা দুটি অস্বাভাবিক, খুবই চিকন। বুঝলাম এ পা দুটি দিয়ে তিনি হাটতে পারেন না। লোকটির সামনে একটি ওজন মাপার মেশিন (আমরা সাধারণত এটাকে ওয়েট মেশিন বলি)। আল্লাহর রহমতে আমি একজন স্বাস্থ্যবান যুবক (23)। ওজন কমানোর জন্য গত কয়েক মাস ধরে চেষ্টা করছি। যাহোক, ২ টাকার বিনিময়ে মেশিন দিয়ে ওজন মাপলাম। লোকটিকে বললাম, আমার ওজন আগের চেয়ে কমেছে। লোকটি হেসে বলল, মামা আপনার মতো মানুষের ওজন কম থাকাটা ভালো। লোকটিকে জিজ্ঞেস করলাম, আজকে কেমন আয় হয়েছে? লোকটি জানাল, বৃষ্টির কারণে অন্য দিনের তুলনায় কম আয় হয়েছে। এরই মধ্যে আরেক ব্যক্তি ওজন মাপার জন্য মেশিনের ওপর দাড়াল। লোকটির প্রশংসা করতে করতে আমি বললাম, ‘চিন্তা কইরেন না। আপনি চাইলে ভিক্ষা করতে পারতেন। কিন্তু আপনি সেটা করেননি।’ আবার অফিসের উদ্দেশে হাটা শুরু করলাম। মনে মনে ভাবলাম, লোকটি ইচ্ছা করলে নিজের পঙ্গুত্বের দোহাই দিয়ে ভিক্ষা করার মতো অপমানজনক পন্থা (ভিক্ষা করা কোনো পেশা নয়) বেছে নিতে পারত। কিন্তু সে তা করেনি। হালাল উপায়ে জীবিকা নির্বাহের জন্য সে ওজন মাপার মেশিন নিয়ে ফুটপাথে বসেছে। অর্থাৎ মানুষ চাইলে আল্লাহ তা’আলা তার জন্য উত্তম রিজিকের ব্যবস্থা করেন। সুন্দরভাবে এবং সম্মানের সাথে বাঁচার জন্য ফুটপাথের পঙ্গু লোকটির যে প্রচেষ্টা, সেটাই আমাকে প্রেরণা দিয়েছে। লোকটির দু পা অচল, অথচ সে স্বাভাবিকভাবে সমাজে থাকতে চায়। আমার চার হাত-পা সচল। তাহলে আমি কেন বেশি বেশি নামাজ-রোজা করতে পারব না? আমি কেন জীবনে বড় হয়ে অসহায় মানুষের পাশে দাড়াতে পারব না? আমি মনে করি, এ ধরনের লোক যারা হালাল রুটি-রুজির জন্য চেষ্টা করছে; তাদের কারণেই মহান আল্লাহ বর্তমান সরকারের উপর গজব নাযিল করছেন না। এই ভাল মানুষগুলোর জন্য আমরা রহমতের বৃষ্টি পাচ্ছি। আমাদের রিজিকের ব্যবস্থা হচ্ছে।
বিষয়: বিবিধ
১০৫৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন