চীনের কারামে'তে দাড়ি ও ইসলামী পোষাক নিষিদ্ধ

লিখেছেন লিখেছেন অরুণোদয় ০৬ আগস্ট, ২০১৪, ১২:৪৪:০৮ দুপুর



মুখে দাড়ি এবং ইসলামী ঐতিহ্য সম্বলিত পোষাক পরিধান করে গণপরিবহনে ভ্রমণের উপর নিষেধাজ্ঞা জারি করেছে চীনের একটি শহরের কর্তৃপক্ষ।

আন্তর্জাতিক অধিকার গ্রুপগুলো বুধবার এই নিষেধাজ্ঞার কঠোর সমালোচনা করেছে। রাষ্ট্রীয় বার্তাসংস্থা সিনহুয়ার বরাত দিয়ে এ খবর জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।

খবরে বলা হয়, মুসলিম অধ্যুষিত জিনজিয়াং প্রদেশের উত্তরে অবস্থিত কারামে শহর। এই শহরের কর্তৃপক্ষ বলেছে হিজাব, নিকাব, বোরকা এবং ইসলামী ঐতিহ্য সম্বলিত পোষাক পরিধান করে গণপরিবহনে ভ্রমণ করা নিষিদ্ধ।

শুধু তাই না, পুরুষদের ক্ষেত্রে মুখে দাড়ি রাখা যাবে না। তাছাড়া, যে সব পোষাকে ইসলামিক চিহ্ন 'অর্ধচন্দ্র' এবং 'তারা' থাকবে; সেসব পোষাকেও ভ্রমণ নিষিদ্ধ।

স্থানীয় দৈনিক কারামে'র বরাত দিয়ে রাষ্ট্রীয় বার্তাসংস্থা সিনহুয়া জানায়, নতুন নিষেধাজ্ঞা বাস্তবায়িত হচ্ছে কিনা সে বিষয়ে তদারকি করবে সরকারের কয়েকটি পরিদর্শক দল। যারা পরিদর্শক দলগুলোকে সহযোগীতা করবে না তাদের বিষয়ে পুলিশ ব্যবস্থা নিবে।

জিনজিয়াং প্রদেশটি খনিজ সম্পদে সমৃদ্ধ। এই প্রদেশে মূলত সংখ্যালঘু উইঘুর মুসলমানরা বসবাস করে। বিগত বছরগুলোতে সরকারি বাহিনী এবং উইঘুরদের মধ্যে সংঘাতে শত শত মুসলমান নিহত হয়েছে। সূত্র: এএফপি, সিনহুয়া।

- See more at: http://www.timenewsbd.com/news/detail/20395#sthash.BMnsage3.dpuf

বিষয়: বিবিধ

১০৮৩ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

251429
০৬ আগস্ট ২০১৪ দুপুর ০১:২৬
দিশারি লিখেছেন : মুসলিমরা যদি এভাবে বসে বসে তামাশা দেখে...
তবে সেই দিন বেশি দূরে নয়, যেই দিন গোটা ইসলামকেই পৃথিবীর বুক থেকে নিষিদ্ধ করা হবে।।
251442
০৬ আগস্ট ২০১৪ দুপুর ০১:৫২
মোহাম্মদ শাব্বির হোসাইন লিখেছেন : ইসলামকে নিষিদ্ধ করতে গিয়ে একদিন তারা নিজেরাই নিষিদ্ধ হয়ে যাবে।
কোথায় আজ মুসলিম নেতারা? কেন তাদের বিবেক কাঁদে না মুসলমানদের ওপর এত অন্যায় নির্যাতন দেখার পরও?
251571
০৬ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৭:০৬
সন্ধাতারা লিখেছেন : আসসালামুয়ালাইকুম ভাইয়া। মুসলমানদের ঈমানে এমনই পচন ধরেছে যে খুব সহসা এ বিষয়গুলো তাদেরকে স্পর্শ করবে বলে মনে হয় না। তবে সুদিনের প্রতীক্ষায় এখনো অপেক্ষা করছি যে মুসলমান জাতি একতাবদ্ধ হয়ে ইসলামবিরোধী এসব কার্জ কলাপের বিরুদ্ধে রুখে দাঁড়াবে। ইনশাল্লাহ।
251685
০৬ আগস্ট ২০১৪ রাত ১০:১২
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : আম্লীগ যেখানে দাড়ি টুটি সইতে পারে না সেখানে চীন আবার কি!

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File