ব্যাংক নোটে পর্নো ছবি বাতিলের দাবি রাশিয়ান এমপি'র
লিখেছেন লিখেছেন অরুণোদয় ০৯ জুলাই, ২০১৪, ০৪:৪৯:১২ বিকাল
রাশিয়ার ব্যাংক নোট 'রুবেল'-এ গ্রীক দেবতার অশালীন ছবি থাকায় ঐ নোটটি পরিবর্তনের দাবি জানিয়েছেন একজন সংসদ সদস্য।
মঙ্গলবার দেশটির পার্লামেন্টে ঐ সংসদ সদস্য বলেন, একটি ব্যাংক নোটে নগ্ন গ্রিক দেবতার পাশাপাশি তার যৌনাগ্নের ছোট ছবি রয়েছে। বিষয়টি অশ্লীল এবং শিশুদের উপর এর খারপ প্রভাব আছে।
ব্যাংক নোটটিতে কী আছে?
মস্কোর বিখ্যাত বলশোআই থিয়েটারের সামনে স্থাপিত রয়েছে গ্রিক দেবতা এপোলোর ভাস্কর্য। ভাস্কর্যের যৌনাঙ্গটি আংশিক দৃশ্যমান। এই ভাস্কর্যের ছবি ব্যাংক নোটটিতে ছাপা হয়েছে। উল্লেখ্য, ব্যাংক নোটটির মূল্যমান ১০০ রুবেল (২ ইউরো বা ৩ ইউএস ডলার)।
সংসদ সদস্যের বক্তব্য
ব্যাংক নোটটির ডিজাইন পরিবর্তনের দাবি জানিয়েছেন সংসদ সদস্য রোমান খুদইয়াকভ। তিনি এ ব্যাপারে কেন্দ্রীয় ব্যাংকের কাছে একটি চিঠি পাঠিয়েছেন।
বার্তা সংস্থা এএফপি'কে খুদইয়াকভ বলেন, "নগ্ন এপোলোর ছবি সম্বলিত ১০০ রুবেলের নোটটি পরিবর্তন করার জন্য আমি ব্যাংকের কাছে আনুষ্ঠানিক আবেদন করেছি।"
তিনি আরো বলেন, স্কুলের বাইরে আমার সন্তানের পরীক্ষা শেষে আমি সন্তানের জন্য অপেক্ষা করছিলাম। এসময় প্রায় ১০ বছর বয়সী ২ শিক্ষার্থী ১০০ রুবেলের একটি নোটের দিকে তাকিয়ে ফিকফিক করে হাসছিল। এই আচরণটা যথাযথ নয়। এ ধরণের তথ্য, পর্নোগ্রাফি থেকে আমাদের শিশুদেরকে অবশ্যই রক্ষা করতে হবে। সূত্র: এনডিটিভি, এএফপি।
- See more at: http://www.timenewsbd.com/news/detail/17627#sthash.BItQaCyl.dpuf
বিষয়: বিবিধ
১১৪৩ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
A PHP Error was encountered
Severity: Notice
Message: Undefined variable: count_total_count
Filename: views/blogdetailpage.php
Line Number: 764
মন্তব্য করতে লগইন করুন