চুমুর শাস্তি ৬০ দিনের জেল, অতপর আকস্মিক মৃত্যু

লিখেছেন লিখেছেন অরুণোদয় ২৭ জুন, ২০১৪, ০৩:১৩:৪৬ দুপুর



কিশোরিকে জোর করে চুমু দেওয়ার চেষ্টা করায় আসামীকে ৬০ দিনের জেল দিলেন জজ। রায় শুনে কোর্ট রুম থেকে বের হওয়ার কয়েক মিনিট পর হঠাৎ করে মারা গেলেন আসামী। ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রে। খবর, সিবিএস নিউজে'র।

ওহিও রাজ্যের ক্লিভল্যান্ড শহরের কর্তৃপক্ষ জানায়, আইবার নামের (৫১) এক ব্যক্তি ১৪ বছরের এক কিশোরীকে জোর করে মুখে চুমু দেওয়ার চেষ্টা করে। এই অপরাধে ঐ ব্যক্তিকে বুধবার ৬০ দিনের জেল দেয় বিচারক মিশেল ডেনিস।

রায় শুনে কোর্ট রুমের বাইরে আসার কয়েক মিনিট পর আসামী ধপ করে মেঝেতে পড়ে মারা যান। এসময় তার হাতে হাতকড়া ছিল।

এ ঘটনার পর হয়রানির শিকার মেয়েটির মা বলেন "আসলে কেমন অনুভব করা উচিত সেটা আমি বুঝতে পারছিনা। তিনি আরো বলেন, "বিচার করা হয়েছিল, কিন্তু তার (আইবার) পরিবারের জন্য আমার সহানুভূতি রয়েছে।"

সিবিএস নিউজের খবের বলা হয়, মৃত্যুর সঠিক কারণ কর্তৃপক্ষ নিরূপন করবে বলে আশা করা হচ্ছে। সূত্র: সিবিএস নিউজ।

- See more at: http://www.timenewsbd.com/news/detail/16257#.U601WpxkPA

বিষয়: বিবিধ

৯৬২ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

239419
২৭ জুন ২০১৪ সন্ধ্যা ০৭:২০
ছিঁচকে চোর লিখেছেন : হায়রে চুমু তোরে আর কি কমু Broken Heart Broken Heart

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File