মিশরে নেতৃত্বস্থানীয় আন্দোলনকারীর ১৫ বছরের জেল

লিখেছেন লিখেছেন অরুণোদয় ১১ জুন, ২০১৪, ০৪:৩৮:০৩ বিকাল



মিশরের একটি আদালত আলা আবদেল ফাত্তাহ নামের একজন নেতৃত্বস্থানীয় আন্দোলনকারীকে ১৫ বছরের জেল দিয়েছে। বিক্ষোভ আইন ভঙ্গ এবং বেশ কয়েকটি অভিযোগে তাকে এ দণ্ড দেওয়া হয়।

২০১১ সালে স্বৈরশাসক প্রেসিডেন্ট হুসনি মোবারক বিরোধী গণআন্দোলনে একটি পরিচিত মুখ ছিলেন আলা আব্দেল ফাত্তাহ।

একই অভিযোগে আরো ২৪ জনকে আদালত ১৫ বছরের জেল দিয়েছে।

সাবেক সেনাপ্রধান ও বর্তমান প্রেসিডেন্ট আব্দেল ফাত্তাহ আল-সিসি দায়িত্ব নেওয়ার ৩ দিনের মধ্যে এই রায় দেওয়া হলো । মিশরের প্রথম নির্বাচিত প্রেসিডেন্ট মুহাম্মদ মুরসিকে ক্ষমতাচ্যুত করেছিলেন সিসি। এরপর মুরসির দল ব্রাদারহুডকে নিষিদ্ধ করার পাশাপাশি বিক্ষোভ দমনের নামে দলটির কয়েক হাজার নেতা-কর্মীকে হত্যা করে সরকার।

বিক্ষোভ আইন গত বছর পাশ করা হয়। এই আইন অনুসারে স্বরাষ্ট্রমন্ত্রণালয় ১০ জনের বেশি লোকের প্রকাশ্য সমাবেশ নিষিদ্ধ করতে পারে।

আইনটি পাশ হওয়ার পর মিশরের রাজনৈতিক স্বাধীনতার বিষয়ে শঙ্কা তীব্রতর হয়েছে। বিভিন্ন অধিকার গ্রুপ বলছে, নতুন আইনটি নিপীড়নমূলক। সূত্র: ওয়ার্ল্ডবুলেটিন।

- See more at: http://www.timenewsbd.com/news/detail/15172.html#sthash.u8LLlVRw.dpuf

বিষয়: বিবিধ

১০০৪ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

233781
১১ জুন ২০১৪ বিকাল ০৫:১৪
দুষ্টু পোলা লিখেছেন : ধন্যবাদ ভালো লাগলো
234217
১২ জুন ২০১৪ বিকাল ০৪:২৩
ইবনে আহমাদ লিখেছেন : পোলাডারে চিনতাম। চিনতাম মানে আল জাজিরায় দেখতাম। দু:খ লাগে তার জন্য। কি করার ভাই। এটা আদালত নামক কসাই খানার রায়। মানতে হবে।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File