অভিনয়কে বিদায় এঞ্জেলিনা জোলি'র!
লিখেছেন লিখেছেন অরুণোদয় ০২ জুন, ২০১৪, ০৯:৪৮:৪৮ রাত

অভিনয়কে বিদায় জানানোর ইঙ্গিত দিয়েছেন হলিউডের জনপ্রিয় অভিনেত্রী এঞ্জেলিনা জোলি (৩৭)।
নিজের মুক্তিপ্রাপ্ত নতুন চলচ্চিত্র 'মেলিফিসেন্ট' নিয়ে সম্প্রতি বিবিসি রেডিও'র ফাইভ লাইভ অনুষ্ঠানে কথা বলছিলেন এঞ্জেলিনা জোলি। অনুষ্ঠানের সঞ্চালকের সাথে অলাপকালে তিনি অভিনয় জীবনের ইতি টানার ইঙ্গিত দেন।
অস্কার পুরস্কার জয়ী এই অভিনেত্রী বলেন, তিনি মিশরের রাণী ক্লিওপেট্রা'র উপর নির্মিত একটি চলচ্চিত্রে অভিনয় করছেন। চলচ্চিত্রটিতে অভিনয় করা শেষ হলে তিনি সিনেমার বড় পর্দাকে বিদায় জানাবেন।
নিজের সম্ভাব্য শেষ ছবি সম্পর্কে এঞ্জেলিনা জোলি আরো বলেন, "আমরা এটা নিয়ে কাজ করছি। সিনেমাটিতে পরিচালকের অনেক আইডিয়া এবং বিভিন্ন আলোচনা রয়েছে। এটার স্ক্রিপ্ট লিখেছেন এরিক রুথ, যিনি একজন ভালো বন্ধু এবং বুদ্ধিমান লেখক।"
এঞ্জেলিনা জোলি'র জনপ্রিয় কিছু চলচ্চিত্র হলো, গিআ (১৯৯৮), গার্ল, ইন্টারাপটেড (১৯৯৯), অরিজিলান সিন (২০০১),মিস্টার এন্ড মিসেস স্মিথ (২০০৫) ও সল্ট (২০১০)। সূত্র: দি গার্ডিয়ান। - See more at: http://www.timenewsbd.com/news/detail/14331#sthash.5T9Qm5kH.dpuf
বিষয়: বিবিধ
২৯৫১ বার পঠিত, ২ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন