লাশ উদ্ধার করতে গিয়ে নিজেরাই লাশ

লিখেছেন লিখেছেন অরুণোদয় ০১ জুন, ২০১৪, ০৬:৫০:২৫ সন্ধ্যা



সঙ্গীদের লাশ উদ্ধার করতে গিয়ে ইউক্রেনের ডনেটস্কে আরো ৬ বিদ্রোহী নিহত হয়েছে। ঘটনার সত্যতা স্বীকার করেছেন বিদ্রোহীদের নেতা ডেনিস পুশিলিন। খবর, রয়াটার্স ও আলজাজিরা।

খবরে বলা হয়, সম্প্রতি ডনেটস্ক বিমানবন্দর দখল করে নিয়েছিল রাশিয়াপন্থী বিদ্রোহীরা। এরপর গত সোমবার দেশটির সেনাসদস্যরা অভিযান চালিয়ে বিমানবন্দরটির উপর নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে। উভয় পক্ষের গোলাগুলিতে বেশ কয়েকজন বিদ্রোহী নিহত হয়।

নিহতদের কয়েকজনের লাশ উদ্ধার করার জন্য শুক্রবার কয়েকজন বিদ্রোহী বিমানবন্দর এলাকায় যায়। কিন্তু তারা লাশ উদ্ধার করতে পারেনি। উল্টো ইউক্রেনের সেনাদের গুলিতে নিজেরাই লাশে পরিণত হয়। - See more at: http://www.timenewsbd.com/news/detail/14221#sthash.cFxFYN7p.dpuf

বিষয়: বিবিধ

১০১৭ বার পঠিত, ৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

229183
০১ জুন ২০১৪ রাত ০৮:০০
নীল জোছনা লিখেছেন : এটা তো নিউজ সাইটে পড়লাম আবার এখানে কেনো?
229207
০১ জুন ২০১৪ রাত ০৯:১৯
হারিয়ে যাবো তোমার মাঝে লিখেছেন : দুঃখজনক।
229259
০১ জুন ২০১৪ রাত ১০:৩২
হতভাগা লিখেছেন : ভালই চালাইতাছেন ।
০২ জুন ২০১৪ রাত ০৯:৪৬
176424
অরুণোদয় লিখেছেন : ভাই নিয়ত খারাপ থাকলে নিউজের লিংক দিতাম না।

আর হতভাগা ভাই, আপনি কেন বারবার আমার পেজে ঢুকে আমাকে আঘাত দিয়ে কথা বলেন। আজ থেকে দয়া করে আর ঢুকবেন না।

ইনভাইট পেলেও ঢুকবেন না।

আপনার একাধিক আইডি । সেটা নিয়ে তো আমি কখনো কথা বলি না। ভালো থাকবেন।
229760
০২ জুন ২০১৪ রাত ০৯:৪৬
অরুণোদয় লিখেছেন : ভাই নিয়ত খারাপ থাকলে নিউজের লিংক দিতাম না।

আর হতভাগা ভাই, আপনি কেন বারবার আমার পেজে ঢুকে আমাকে আঘাত দিয়ে কথা বলেন। আজ থেকে দয়া করে আর ঢুকবেন না।

ইনভাইট পেলেও ঢুকবেন না।

আপনার একাধিক আইডি । সেটা নিয়ে তো আমি কখনো কথা বলি না। ভালো থাকবেন।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File