নবজাতক হত্যার দায়ে মা'কে যাবজ্জীবন
লিখেছেন লিখেছেন অরুণোদয় ২৪ মে, ২০১৪, ০৪:০৭:১৪ বিকাল
নিজের প্রায় ২ মাস বয়সী ছেলেকে হত্যার পর নদীর পাশে কাঁদা মাটিতে পুতে রাখার ঘটনায় যুক্তরাষ্ট্রের এক মাতাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে দেশটির এক আদালত।
বার্তা সংস্থা এপি'র খবরে বলা হয়, মামলার আসামী নারজেস মোদাররেসী'র (৩২) বিরুদ্ধে রায় দেওয়ার আগে হেরিস কাউন্টির বিচারকরা প্রায় ২ ঘন্টা রায়ের ব্যাপারে আলোচনা করেন। এরপর রায় ঘোষণা করেন জেলা জজ মারিয়া জেকসন।
আসামীর বিরুদ্ধে যাতে অপেক্ষাকৃত দুর্বল অভিযোগ গঠন করা হয়, সে চেষ্টা করেছিলেন তার আইনজীবী জর্জ পারানহাম। কারণ, আসামী নারজেস মোদাররেসী মানসিক সমস্যায় ভুগছেন এবং ২০১০ সালের এপ্রিলে সন্তান হত্যার পর আত্মহত্যার চেষ্টা করেন।
সরকার পক্ষের আইনজীবী সুন্নি মিশেল আদালতকে বলেছেন, নারজেস মোদাররেসীর সাথে তার সন্তানের কোনো ধরনের বন্ধন তৈরী হয়নি। "সে তাকে কখনো চাইত না এবং কখনো ভালোবাসত না।"
প্রাথমিক জিজ্ঞাসবাদে নারজেস পুলিশকে বলেছিল যে, যখন ছেলেকে নিয়ে সে পায়চারি করছিল তখন দুই ব্যক্তি তার ছেলেকে অপহরণ করে। সূত্র: সিবিএস নিউজ, এপি। - See more at: http://www.timenewsbd.com/news/detail/13474#sthash.DU8gzUfP.dpuf
বিষয়: বিবিধ
৯৯২ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন