শিক্ষিকা যখন শিক্ষার্থীর ঔষধ চোর!

লিখেছেন লিখেছেন অরুণোদয় ১২ মে, ২০১৪, ০৯:৪৪:৫৪ রাত



একজন শিক্ষিকা তার শিক্ষার্থীর ঔষধ চুরি করেছেন। এ ঘটনায় পুলিশ আটক করেছে অভিযুক্ত শিক্ষিকাকে।

সিবিএস নিউজের খবরে বলা হয়, যুক্তরাষ্ট্রের নর্দান ক্যালিফোর্নিয়ার শেরি হাসেলহুন ১৪ বছর ধরে শিক্ষকতা করছেন। শিক্ষার্থীদের ঔষধ যে কক্ষে রাখা হয় সে কক্ষ থেকে সম্প্রতি তিনি একজন শিক্ষার্থীর ঔষধ চুরি করেন। সিসি ক্যামেরায় তার অপকর্মটি ধরা পড়ে যায়। এরপর পুলিশ তাকে আটক করে।

এ বিষয়ে নিজের অনুভূতি জানিয়েছেন কার্লস আলভারেজ নামের একজন অভিবাবক। তিনি বলেন, "যদি সে আমার সন্তানে ঔষুধ চুরি করে তবে সেটা ভুল কাজ হবে। কারণ,

ঔষধটি আমার সন্তানের জন্য, তার জন্য নয়"।

চুরির ঘটনায় অভিযুক্ত শিক্ষিকা শেরি হাসেলহুন (৪০) কয়েক বছর ধরে পড়াচ্ছেন ম্যাক ক্যাপসের ছেলেকে। তিনি বলেন, কীভাবে পড়তে হয় সেটা আমার সন্তানকে শিখিয়েছেন শেরি। তিনি ছিলেন চমৎকার।

সেকরামেনটো থেকে ১৫ মাইল দূরে ক্লার্কসবাগে বসবাস করেন শেরি হাসেলহুন। তার বক্তব্য জানার জন্য বাসায় গিয়েছিলেন সাংবাদিক। কিন্তু কেউ কথা বলার জন্য দরজা খোলেনি। এ বিষয়ে গোয়েন্দারা বলেছেন, চুরির ঘটনার তদন্ত চলছে।

শিক্ষা প্রতিষ্ঠানটির প্রিন্সিপাল স্টিভ লুইস বলেছেন, "আমি মনে করি আমাদের পরিবারগুলোর প্রতি সবচেয়ে গুরুত্বপূর্ণ বার্তা হলো, সন্তানদের নিরাপত্তার বিষয়টি আমাদের প্রথম অগ্রাধিকার। এ কারণে আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারীবাহিনীকে ঘটনা অবহিত করেছি এবং তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছি। সূত্র: সিবিএস নিউজ

http://www.timenewsbd.com/news/detail/12426

বিষয়: বিবিধ

৯৩০ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

220912
১৩ মে ২০১৪ সকাল ০৮:৫০
হতভাগা লিখেছেন : ৪০ বছর বয়সের শিক্ষিকা তার ছাত্রের কি ঔষধ চুরি করেছেন ? ছাত্র ও শিক্ষিকার দুইজনের কিছু ঔষধ কি এক ছিল ?

কপি-পেস্ট ভালই দিতাছেন । চালা'য় যান ।
222758
১৭ মে ২০১৪ সন্ধ্যা ০৭:৪০
অরুণোদয় লিখেছেন : মন্তব্যের জন্য ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File