পরকীয়ার জেরে স্বামী-স্ত্রী খুন

লিখেছেন লিখেছেন অরুণোদয় ১২ মে, ২০১৪, ০৭:২২:৫৪ সন্ধ্যা



স্ত্রীর প্রেমিকের ছুরিকাঘাতে মারা গেছে স্বামী ও স্ত্রী উভয়ে। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে যুক্তরাজ্যে। ঘটনার সাথে সম্পৃক্ত থাকার অভিযোগে পুলিশ ১৯ বছর বয়সী প্রেমিককে আটক করে জিজ্ঞাসাবাদ করেছে।

ডেইলি মেইলের খবরে বলা হয়েছে, যুক্তরাজ্যের পশ্চিম মিডল্যান্ডের ওয়ালসাল শহরে বাস করেন ডেভিড স্ট্রিংগার(৩২) ও তার স্ত্রী হেইলেই স্ট্রিংগার (২৯)। তাদের ৩টি সন্তান রয়েছে।

গত ডিসেম্বর মাস থেকে স্বামী ও স্ত্রীর মধ্যে দূরত্ব সৃষ্টি হয়। এরপর ডেভিডের স্ত্রী হেইলে ১৯ বছরের তরুণ মেটি রিডের সাথে পরকীয়া প্রেমে জড়িয়ে পড়েন।

প্রতিবেশীরা জানিয়েছেন, এত কিছুর পরেও স্বামী-স্ত্রী উভয়ে মাঝে শান্তিপূর্ণ সম্পর্ক ছিল।

ঘটনার রাত সম্পর্কে এনিটি জনসন নামের এক বৃদ্ধা বলেন, আমি শনিবার মধ্য রাতে একজন নারীর চিৎকার শুনতে পাই। ভোর প্রায় ৪টায় দেখতে পাই, ঘটনাস্থলে পুলিশের গাড়ি উপস্থিত হয়েছে।

যাহোক, পুলিশ বাড়িটিতে প্রবেশ করে ডেভিড স্ট্রিংগার ও তার স্ত্রীর লাশ পায়। এসময় বাড়িটিতে হেইলে'র ছেলেবন্ধু মেটি রিড উপস্থিত ছিল। ঘটনার সাথে জড়িত থাকার সন্দেহে তাকে পুলিশ আটক করে জিজ্ঞাসাবাদ করেছে। সূত্র: ডেইলি মেইল অনলাইন।

- See more at: http://www.timenewsbd.com/news/detail/12324#sthash.ci6nVG0Q.dpuf

বিষয়: বিবিধ

১১৭১ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

220742
১২ মে ২০১৪ সন্ধ্যা ০৭:৩৮
মেঘ ভাঙা রোদ লিখেছেন : কি দিন আইলোরে ভাই বিয়া কৈরাও শান্তি নাই। Sad Sad
220744
১২ মে ২০১৪ সন্ধ্যা ০৭:৪৪
ছিঁচকে চোর লিখেছেন : পরকিয়া স্বাস্থ্যের জন্য ভালো। Big Grin Big Grin
220767
১২ মে ২০১৪ রাত ০৮:০০
পরবাসী লিখেছেন : মোবাইল কিনলে নোকিয়া,
প্রেম করলে পরকিয়া,
220777
১২ মে ২০১৪ রাত ০৮:১০
সায়িদ মাহমুদ লিখেছেন : সেড ভেরি সেড ষ্টুরি।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File