কী দোষ ছিল শিশুটির?
লিখেছেন লিখেছেন অরুণোদয় ২৯ এপ্রিল, ২০১৪, ০৯:১৭:৪৭ রাত
অভিযুক্ত মাতা এসলেই নিউটন
নিজের ৭ মাস বয়সী শিশুকে ছুরিকাঘাতে হত্যা করলেন একজন মা। কিন্তু কী কারণে তিনি হত্যা করলেন শিশুটিকে? কী দোষ ছিল শিশুটির? এখনো তা জানতে পারেনি পুলিশ।
সিবিএস নিউজের খবরে বলা হয়, এসলেই নিউটন নামের (২৩) একজন যুবতী মাতাকে আটক করেছে যুক্তরাষ্ট্রের পুলিশ। বর্তমানে সে জেলে রয়েছে।
পুলিশের বিবৃতি অনুসারে, যুবতী মাতা নিজের দোষ স্বীকার করেছে। এছাড়া তার কোমরে ক্ষতচিহ্ন রয়েছে। হতাশার কারণে একবার সে নিজেই নিজের কোমরে ছুরিকাঘাত করেছিল।
শনিবার সকাল সাড়ে ১০টায় ক্যালিফোর্নিয়ার ডেল ভ্যালি রিজিওনাল পার্কে একটি বিধ্ধস্ত গাড়ি দেখতে পেয়ে পুলিশকে খবর দেওয়া হয়। কিছু্ক্ষণ পর ঘটনাস্থলে পুলিশ এসে দেখে, গাড়ির ইঞ্জিন সচল। এছাড়া গাড়ির ভেতরে শিশুদের বসার উপযোগী একটি আসন রয়েছে। তবে আসনটি খালি।
এরপর আশেপাশের হাসপাতালে খোঁজ নেওয়া হয়। কিন্তু ঘটনার কোনো কূল-কিনারা করতে পারেনি পুলিশ।
একপর্যায়ে দুপুর সাড়ে ১২টায় অভিযুক্ত যুবতী এসলেই নিউটনের (২৩) সাথে দেখা হয় পুলিশের। তার কোলে একটি ছোট শিশু ছিল। তবে শিশুটির কোনো চেতনা ছিল না।
তদন্তকারীরা জানয়েছেন, ঘটনাস্থল থেকে একটি ছুরি উদ্ধার করা হয়েছে। এই ছুরি দিয়ে হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বলে তাদের ধারণা। তবে কী কারণে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে, সেটার কোন কারণ এখনো বলা যাচ্ছে না। সূত্র: সিবিএস নিউজ।
See more at: http://www.timenewsbd.com/news/detail/11230#sthash.a9iFp9GT.dpuf
বিষয়: বিবিধ
১০২৫ বার পঠিত, ৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
সে হতাশায় সে এই সিদ্ধান্তটি নিয়েছে ।
মন্তব্য করতে লগইন করুন