মার্কিন মধ্যবিত্তদের এক-তৃতীয়াংশই দিন আনে দিন খায়!
লিখেছেন লিখেছেন অরুণোদয় ২৬ এপ্রিল, ২০১৪, ০৩:৩৬:৪৮ দুপুর
আমেরিকার মধ্যবিত্তদের দুই-তৃতীয়াংশই দিন আনে দিন খায় অবস্থা বলে এক গবেষণায় বেরিয়ে এসেছে। অন্তত ২.৫ কোটি মধ্যবিত্ত পরিবার এর আওতাভূক্ত। ব্রুকিং ইনস্টিটিউট সম্প্রতি এই গবেষণাটি চালিয়েছে। খবর সিবিএস নিউজের।
ব্রুকিং ইনস্টিটিউট জানিয়েছে, এসব মধ্যবিত্তের বাড়ি ও অবসরকালীন ভাতা থাকা সত্ত্বেও তারা দিন আনে দিন খায় অবস্থার মধ্যে রয়েছে। আর তিন ভাগ মধ্যবিত্তের বাকি এক ভাগ গরীব। তাদের আয় বছরে ২০ হাজার ডলারের মতো।
গরীব ও মধ্যব্ত্তি মিলিয়ে মোট তিন কোটি ৮০ লাখ পরিবার দিন আনে দিন খায় অবস্থায় দিনাতিপাত করছে।
এর আগে আমেরিকায় দিন আনে দিন খায় বলতে বুঝাতো যাদের আয় সর্বনিম্ন ছিল তাদেরকে। যারা প্রতিমাসে তাদের খাবার-দাবার ও বাড়িভাড়া যুগাতে গিয়ে হিমশিম খেত। কিন্তু
এবারেই প্রথমবারের মতো মধ্যবিত্তদের মধ্য থেকেও 'গরীব' খুঁজে বের করলো ব্রুকিং ইনস্টিটিউট।
তবে, 'দিন আনে দিন খায়' এই সংজ্ঞাটা আমেরিকার ক্ষেত্রে একটু ভিন্ন। নতুন ক্যাটাগরি অনুযায়ী যারা দৈনন্দিন প্রয়োজন মেটাতে গিয়ে সব টাকাই শেষ করে ফেলতে বাধ্য হন তাদেরকেই এ ক্যাটাগরিতে ফেলা হয়েছে। অর্থ্যাৎ মাস শেষে তাদের হাতে কিছুই অবশিষ্ট থাকে না। সূত্র: সিবিএস নিউজ - See more at: http://www.timenewsbd.com/news/detail/10873#sthash.GNwHwEno.dpuf
আমেরিকার মধ্যবিত্তদের দুই-তৃতীয়াংশই দিন আনে দিন খায় অবস্থা বলে এক গবেষণায় বেরিয়ে এসেছে। অন্তত ২.৫ কোটি মধ্যবিত্ত পরিবার এর আওতাভূক্ত। ব্রুকিং ইনস্টিটিউট সম্প্রতি এই গবেষণাটি চালিয়েছে। খবর সিবিএস নিউজের।
ব্রুকিং ইনস্টিটিউট জানিয়েছে, এসব মধ্যবিত্তের বাড়ি ও অবসরকালীন ভাতা থাকা সত্ত্বেও তারা দিন আনে দিন খায় অবস্থার মধ্যে রয়েছে। আর তিন ভাগ মধ্যবিত্তের বাকি এক ভাগ গরীব। তাদের আয় বছরে ২০ হাজার ডলারের মতো।
গরীব ও মধ্যব্ত্তি মিলিয়ে মোট তিন কোটি ৮০ লাখ পরিবার দিন আনে দিন খায় অবস্থায় দিনাতিপাত করছে।
এর আগে আমেরিকায় দিন আনে দিন খায় বলতে বুঝাতো যাদের আয় সর্বনিম্ন ছিল তাদেরকে। যারা প্রতিমাসে তাদের খাবার-দাবার ও বাড়িভাড়া যুগাতে গিয়ে হিমশিম খেত। কিন্তু
এবারেই প্রথমবারের মতো মধ্যবিত্তদের মধ্য থেকেও 'গরীব' খুঁজে বের করলো ব্রুকিং ইনস্টিটিউট।
তবে, 'দিন আনে দিন খায়' এই সংজ্ঞাটা আমেরিকার ক্ষেত্রে একটু ভিন্ন। নতুন ক্যাটাগরি অনুযায়ী যারা দৈনন্দিন প্রয়োজন মেটাতে গিয়ে সব টাকাই শেষ করে ফেলতে বাধ্য হন তাদেরকেই এ ক্যাটাগরিতে ফেলা হয়েছে। অর্থ্যাৎ মাস শেষে তাদের হাতে কিছুই অবশিষ্ট থাকে না। সূত্র: সিবিএস নিউজ - See more at: http://www.timenewsbd.com/news/detail/10873#sthash.GNwHwEno.dpuf
বিষয়: বিবিধ
১০৩৫ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন