বাইবেলের প্রতি আমেরিকান তরুণদের সন্দেহ বাড়ছে
লিখেছেন লিখেছেন অরুণোদয় ১৫ এপ্রিল, ২০১৪, ০৪:৩৫:১৮ বিকাল
নতুন একটি জরিপে দেখা গেছে, বাইবেলের প্রতি আমেরিকানদের সন্দেহ বেড়ে গেছে। তারা মনে করে বাইবেল হলো পুরুষ মানুষের তৈরী নীতিকথা; সৃষ্টিকর্তার কোনো বাণী নয়।
আমেরিকান বাইবেল সোসাইটির জন্য দুই মাস আগে জরিপটি পরিচালনা করে বারনা গ্রুপ।
জরিপে দেখা গেছে, প্রতি ৫ জন আমেরিকানের মধ্যে ১ জন আমেরিকান বাইবেলের প্রাসঙ্গিকতা এবং কর্তৃত্বের অধিকারের বিষয়ে সন্দিহান।
২০১১ সালে যে পরিমাণ আমিরিকান নাগরিক বাইবেলের বিষয়ে সন্দেহ পোষণ করতেন, বর্তমানে তার চেয়ে প্রায় দ্বিগুণ নাগরিক বাইবেলকে সন্দেহ করেন।
এছাড়া, ১৮ থেকে ২৯ বছর বয়সী তরুণ নাগরিকদের মাঝে বাইবেলের বিষয়ে উদাসীনতা বৃদ্ধি পাচ্ছে।
তবে তরুণ নাগরিকদের কাছে বাইবেলের বাণী পৌছাতে পারাবেন বলে আশা প্রকাশ করেছেন আমেরিকান বাইবেল সোসাইটির মুখপাত্র জিওফ মরিন।
সূত্র: সিবিএস নিউজ, এপি
মনে চাইলে নিউজটি শেয়ার করতে পারেন।
- See more at: http://www.timenewsbd.com/news/detail/9785#sthash.IEYEIekf.dpuf
বিষয়: বিবিধ
১২১৭ বার পঠিত, ১১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
পুস্তকের প্রতি এমন সন্দেহ বাড়াই তো স্বাভাবিক
মন্তব্য করতে লগইন করুন