২৮ বছর গোপন অভিসারে... অত:পর ফেইসবুকে সত্য ফাঁস

লিখেছেন লিখেছেন অরুণোদয় ১০ এপ্রিল, ২০১৪, ০৭:১২:৩৭ সন্ধ্যা



যুক্তরাজ্যের নাগরিক কেভিন। তার বর্তমান বয়স ৬১। তিনি দীর্ঘ ২৮ বছর নিজের বিবাহিত স্ত্রী এবং গার্লফ্রেন্ডের সাথে সংসার করেছেন। কিন্তু গার্লফ্রেন্ড এবং তার সন্তানেরা কখনো জানতে পারেনি যে, কেভিনের একজন স্ত্রী আছে।

কেভিনের গার্লফ্রেন্ডের দুই মেয়ে। ২১ বছর বয়সী বেথ এবং ২৫ বছর বয়সী লরেন।

কেভিনের স্ত্রী এবং গোপন সংসারের কথাটি আকিষ্কার করেছেন তার গার্লফ্রেন্ডের মেয়ে বেথ।

বেথ একদিন ফেইসবুকে একটি ছেলের সাথে চ্যাট করছিল। ছেলেটি এক পর্যায়ে লিখল " তোমার বাবা আমার মাকে বিয়ে করেছেন। তাদের ৩টি ছেলে আছে এবং আমি তাদেরই একজন"।

এই লেখা কম্পিউটারের মনিটরের পর্দায় দেখার পর অবাক হন বেথ। তিনি বুঝতে পারেন, যে ছেলেটির সাথে চ্যাট করা হচ্ছে সে হলো তার সৎ ভাই।

এরপর সত্য অনুসন্ধানের জন্য বের হন ২১ বছরের তরুণী বেথ। তিনি জানতে পারলেন তার বাবা কেভিন বিবাহিত পুরুষ। এতদিন তিনি সবার সাথে প্রতারনা করেছেন।



প্রতারক কেভিন (৬১)

বিয়ে না করেই তিনি এক ছাদের নিচে কাটিয়েছেন নিজের গার্লফ্রেন্ড তথা বেথের মা মরিয়া-এর সাথে। যখন বিয়ের কথা বলা হত তখনই কেভিন বলতেন " আমাদের ভালোবাসা প্রমাণের জন্য এক টুকরা ব্যয়বহুল কাগজের প্রয়োজন নেই।" ব্যয়বহুল কাগজ বলতে তিনি বিয়ের রেজিস্ট্রিকে বুঝাতেন।

বেথ বলেন, আমার বাবা সারা জীবন কেন তার চাকুরির কাজে বেশি সময় ব্যয় করার কথা বলতেন, কেন বড়দিনের উৎসবে আমাদের সাথে থাকতেন না; সেই সত্য আমি আবিষ্কার করতে পেরেছি।

অর্থাৎ চাকুরির কথা বলে কেভিন তার নিজের বিবাহিতা স্ত্রী ও সন্তানদের সাথেই সময় কাটাতেন। আর বঞ্চিত করতেন গার্লফ্রেন্ডের সন্তানদের। ২৮ বছর পর একটি নির্মম সত্য প্রকাশিত হলে প্রতারিত মানুষগুলোর মন কেমন কষ্ট পেতে পারে-সেটা পাঠক এতক্ষণে নিশ্চই বুঝে গেছেন।

- See more at: http://www.timenewsbd.com/news/detail/9274#sthash.JQHPZdKU.dpuf

বিষয়: বিবিধ

১২১৭ বার পঠিত, ৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

205802
১০ এপ্রিল ২০১৪ রাত ০৮:০০
অনেক পথ বাকি লিখেছেন : এটা কি শুনলাম !!! পিলাচ কেভিন তোমাকে ।
205817
১০ এপ্রিল ২০১৪ রাত ০৮:১০
আঁধার কালো লিখেছেন : এটা কি শুনলাম !!!আমারে কেউ মাইরালাস না কেরে !!!!
205870
১০ এপ্রিল ২০১৪ রাত ১০:১৪
হতভাগা লিখেছেন : ঠগ বাছতে গেলে যে দেশ উজাড় হয়ে যাবে সেই দেশে এসব নিয়ে কাহিনী বানানো - মজাই পেলাম ।
205886
১০ এপ্রিল ২০১৪ রাত ১১:১১
আবদুল্লাহ বাংলাদেশী লিখেছেন : কিছু মনে করবেন না ভাই, এই ধরনের পোস্ট না দেয়াই ভালো। আপনাকে ধন্যবাদ।
205887
১০ এপ্রিল ২০১৪ রাত ১১:১১
Md Arif লিখেছেন : অবাক হওয়ার কিছুই নেই!!!
205895
১০ এপ্রিল ২০১৪ রাত ১১:৫৯
মাটিরলাঠি লিখেছেন : ব্লগার @হতভাগা লিখেছেন - "ঠগ বাছতে গেলে যে দেশ উজাড় হয়ে যাবে সেই দেশে এসব নিয়ে কাহিনী বানানো - মজাই পেলাম।"

ঐ দেশে এই ধরনের খবরের গুরুত্ব কি?

207560
১৪ এপ্রিল ২০১৪ দুপুর ১২:০০
অজানা পথিক লিখেছেন : কি কইতাম!

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File