তুরস্কে ক্ষমতাসীনদের বড় জয়
লিখেছেন লিখেছেন অরুণোদয় ৩১ মার্চ, ২০১৪, ১১:১২:৩৮ সকাল
তুরস্কের স্থানীয় নির্বাচনে বড় জয় পেয়েছে দেশটির প্রধানমন্ত্রী রিসেপ তায়েপ এরদোগানের দল জাস্টিস এন্ড ডেভেলপমেন্ট পার্টি (একেপি)। রোববার অনুষ্ঠিত এই নির্বাচনে জাস্টিস এন্ড ডেভেলপমেন্ট পার্টি পেয়েছে ৪৭% ভোট।
প্রধান বিরোধীদল রিপাবলিকান পিপলস পার্টি (সিএইচপি) ২৮% এবং ন্যাশনালিস্ট মুভমেন্ট পার্টি (এমএইচপি) ১৩% ভোট পেয়েছে।
নির্বাচনে জয় লাভের পর সন্তোষ প্রকাশ করেছেন এরদোগান।
জয়ের পর যা বলেছেন এরদোগান
নির্বাচনে জয় লাভের ফলাফল আসতে শুরু করলে রাজধানী আঙ্কারায় দলের কেন্দ্রীয় কার্যালয়ের বারান্দায় আসেন প্রধানমন্ত্রী রিসেপ তায়েপ এরদোগান। এসময় হাজার হাজার উল্লাসিত সমর্থক আনন্দ প্রকাশ করতে থাকে। প্রধানমন্ত্রী তার ভাষণে বলেন, "এই বড় এবং তাৎপর্যপূর্ণ বিজয়ের জন্য আমি আল্লাহকে ধন্যবাদ জানাই।"
"আজ তুরস্কের শত্রুরা হতাশ। তুরস্কের স্বাধীনতা যারা নিয়ন্ত্রণ করতে চেয়েছিল তাদের হাত ব্যালট বাক্সে কবর দিয়েছে জাতি।"
অনৈতিক রাজনীতি হেরেছে
সোমবার সকালে রাজধানী আঙ্কারায় অনুষ্ঠিত এক র্যালিতে এরদোগান বলেন " গণতন্ত্র এবং স্বাধীন ইচ্ছা" জয় লাভ করছে।
তিনি বলেন "নির্বাচনের ফলাফলে 'কে জয় লাভ করেছে' সেটার চেয়ে বেশি প্রতীয়মান হয়েছে 'কে হেরেছে'। অনৈতিক রাজনীতি হেরে গেছে। টেপ, মিথ্যা রেকডের রাজনীতি হেরে গেছে। অনৈতিক এবং উদ্দেশ্যহীন রাজনীতি হেরেছে।"
নির্বাচনের আগে প্রতিদ্বন্দ্বীরা কথিত দুর্নীতির রেকর্ড ফাঁস করে প্রধানমন্ত্রী এরদোগানের বিরুদ্ধে প্রচারণা চালায়। নির্বাচনী জনসভার পাশাপাশি সামাজিক যোগযোগের মাধ্যম যেমন ফেইসবুক, টুইটার এবং ইউটিউবে সরকারবিরোধী প্রাচারণা চলতে থাকে।
বিরোধীদের উদ্দেশ্যে এরদোগান বলেন, " আমি বিরোধী নেতাকে জিজ্ঞেস করি, যদি আপনার কাছে কোন রেকর্ড না থাকে তবে সেগুলোর কথা আপনার প্রাচারাভিযানে কেন বলেছেন? আপনি শুধুমাত্র মিথ্যা উচ্চারণ করেছেন এবং মিথ্যা বিবৃতি দিয়েছেন।"
তিনি হুশিয়ারি উচ্চারণ করে বলেন, শত্রুদের 'মূল্য দিতে হবে'।"আগামীকাল হতে কেউ কেউ পালাবে"। সূত্র: ওয়ার্ল্ড বুলেটিন, আলজাজিরা।
খুশির এই সংবাদটি শেয়ার করতে পারেন নিচের লিংক থেকে
- See more at: http://www.timenewsbd.com/news/detail/8260#sthash.r79igb9Y.dpuf
বিষয়: বিবিধ
৮৮৭ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন