রাশিয়ার উপর যুক্তরাষ্ট্র ও ইইউ'র নিষেধাজ্ঞা
লিখেছেন লিখেছেন অরুণোদয় ১৭ মার্চ, ২০১৪, ০৮:৪৩:৩০ রাত
রাশিয়া ও ইউক্রেনের বেশ কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করার বিষয়ে সম্মত হয়েছেন ইউরোপিয় ইউনিয়ন এবং যুক্তরাষ্ট্র। ইউক্রেনের স্বায়ত্তশাসিত অঞ্চল ক্রিমিয়ার গণভোট অনুষ্ঠানের সাথে সম্পৃক্ত থাকার কারণে তাদের বিরুদ্ধে এই নিষেধাজ্ঞা আরোপ করা হচ্ছে।
লিথুনিয়ার পররাষ্ট্রমন্ত্রী লিনাস লিনকিভিসিআস সোমবার এক টুইটার বার্তায় বলেন, অভিযুক্ত ২১ ব্যক্তির বিরুদ্ধে কয়েক দিনের মধ্যে ভ্রমণ নিষেধাজ্ঞা এবং সম্পদ জব্দের পাশাপাশি আরো কিছু সিদ্ধান্ত আসতে পারে।
বৃহস্পতিবার ও শুক্রবার ২৮ জাতির জোট ইউরোপিয় ইউনিয়নের নেতারা আলোচনায় মিলিত হন। তাদের আলোচনায় ইউক্রেন সংকটের বিষয়টি বিশেষ গুরুত্ব পায়।
যে ২১ জনের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আসছে তাদের মধ্যে ১৩ জন রাশিয়ান এবং ৮ জন ইউক্রেনিয়ান।
এদিকে, রাশিয়া ও ইউক্রেনের ১১ জন কর্মকর্তা ও রাজনীতিকের বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। ১১ জনের মধ্যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইউক্রেনের সাবেক প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোভিচের ২ জন উপদেষ্টা রয়েছেন। সূত্র: আলজাজিরা
ঢাকা, ১৭ মার্চ (টাইমনিউজবিডিডটকম) // টিআই
- See more at: http://www.timenewsbd.com/news/detail/7130#sthash.sTArqLCx.dpuf
বিষয়: বিবিধ
১২২৫ বার পঠিত, ৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
বার বার মনে হত এই বুঝি লেগে গেল , পরে তা আর হত না । আফগান-ভিয়েতনাম যুদ্ধে তারা একে অপরকে পরোক্ষভাবে হারালেও সরাসরি এখনও নামে নি নিজেরা নিজেরা ।
২য় বিশ্বযুদ্ধে তারা একজোট ছিল । এর পর স্নায়ু যুদ্ধের মাধ্যমে রাশিয়াকে টুকরো টুকরো করে আমেরিকা ।
ফলে রাশিয়া হয়ে যায় একেবারে নখ দন্ত হীন বাঘ আর আমেরিকা হয়ে যায় একক পরাশক্তি ।
গত বেশ কয়েক বছর ধরে পুতিনের রাশিয়া আবার আগের ফর্মে ফিরে আসার আভাস দিচ্ছে ।
ভালই জমে উঠবে ওবামা বনাম পুতিন , রাশা (আমেরিকানরা এভাবেই উচ্চারণ করে) বনাম আমেরিকা যুদ্ধ ।
উইক্রেন তথা ক্রিমিয়াকে উসিলা করেই হয়ে যাক সেই এপিক যুদ্ধ ।
১। বিশ্ব ইউএস ডলারকে লেনদেন, তেল কেনাবেচায় ও রিজার্ভ এর উপাদান হিসাবে মার্জিনালাইজ করতে বাধ্য হবে মানে করবে।
২। ইজরাইল পর্যাপ্ত পরিমানে পলিটিক্যাল ম্যাসেল ও মধ্যপ্রাচ্য নিয়ন্ত্রনের ক্ষমতা লাভ করবে।
৩। বিশ্বের মুসলিমরা (শাসকরা) আমেরিকার উপর হতে বিশ্বাস ও আস্থা হারাবে এবং তাদের লয়ালটি সরিয়ে আল্লাহর দিকে সরিয়ে আনবে।
৪। আমেরিকা জোট সম্প্রসারন করবে এবং রাশিয়ান জোট সৃষ্টির আভাস জনসন্মুখে পরিষ্কার হবে।
৫। সুতরাং আমাদের আরো বছর ১০/১৫ অপেক্ষা করতে হবে।
ধন্যবাদ - আপনার ইচ্ছা দ্রুত বাস্তবায়ন হোক এই কামনা আমি অন্তত করছি - এই জন্য যে তাতে ধীরে ধীরে মানুষের মৃত্যু কষ্ট ও যন্ত্রনা লাগব হবে।
মন্তব্য করতে লগইন করুন