যেকারণে মারা গেলেন তরুণ চীনা মুসলিন নারী আইনজীবী
লিখেছেন লিখেছেন অরুণোদয় ১৬ মার্চ, ২০১৪, ০২:৪৫:২৪ দুপুর
চীনা কর্তৃপক্ষের নির্যাতনে আহত তরুণ উইঘুর আইনজীবী গুলনার আব্দুল্লাহ মারা গেছেন। জিনজিয়াং প্রদেশের পূর্ব তুর্কিস্তান অঞ্চলের এই আইনজীবীকে গত বছর গ্রেফতার করা হয়েছিল।
ওর্য়াল্ডবুলেটিন জানায়, ৩০ বছর বয়সী নারী আইনজীবী গুলনার আব্দুল্লাহ তার এক মক্কেলের বিচার প্রক্রিয়ার ভিডিও ক্লিপ অনলাইনে প্রকাশ করেন। ঐ মক্কেলকে মৃত্যুদণ্ড দিয়েছিল দেশটির আদালত।
গুলনার মনে করতেন, তার মক্কেল ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়েছে। আর ন্যায় বিচার থেকে বঞ্চিত হওয়ার বিষয়টি সবাইকে জানানোর উদ্দেশে তিনি বিচার প্রক্রিয়ার ভিডিও ক্লিপ অনলাইনে প্রকাশ করেন।
এ ঘটনার পর তরুণ এই আইনজীবীকে বিচার প্রক্রিয়া থেকে সরিয়ে দেওয়ার পাশাপাশি 'বিচ্ছিন্নতাবাদের' অভিযোগে গ্রেফতার করা হয়। এছাড়া, অনলাইন থেকে মুছে দেওয়া হয় ভিডিও ক্লিপ।
গ্রেফতারের পর গুলনার আব্দুল্লাহ'র শারীরিক অবস্থার অবনতি ঘটতে থাকে। এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে জানানো হয়, মুক্তি পাওয়ার পর সে দাড়াতে পারছিল না। তার হাত-পায়ের নখগুলো তুলে ফেলা হয়েছিল। মুখ ছিল ফোলা এবং পুরো শরীরে ছিল ক্ষত।
এক পর্যায়ে নির্যাতনের চিহ্ন নিয়ে পৃথিবী থেকে বিদায় নেন এই উইঘুর নারী আইনজীবী। তার মৃত্যুর পর পিতা-মাতাকেও গ্রেফতার করা হয়েছে, যারা আগে থেকেই চাইনিজ কর্তৃপক্ষের নজরদারির মধ্যে ছিলেন। সূত্র: ওর্য়াল্ডবুলেটিন
- See more at: http://www.timenewsbd.com/news/detail/6982#sthash.4nDTsk3s.dpuf
বিষয়: বিবিধ
১২২৪ বার পঠিত, ৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন