খনন করা হবে ইতিহাসখ্যাত ট্রয় নগরী
লিখেছেন লিখেছেন অরুণোদয় ১৬ মার্চ, ২০১৪, ১১:০২:০৭ সকাল
খনন করে বের করা হবে ইতিহাস বিখ্যাত ট্রয় নগরী। এ লক্ষ্যে তুরস্কের একটি প্রত্নতাত্ত্বিক দল শীঘ্রই খনন শুরু করবে। এর আগে অবশ্য জার্মানির একটি বিশ্ববিদ্যালয় খনন কাজ চালিয়েছে। তবে, নিজেদের দেশের ঐতিহাসিক এ স্থানটি প্রথমবারের মতো খনন করতে যাচ্ছে তুরস্কের প্রত্নতাত্ত্বিক দল। খবর ওয়ার্ল্ডবুলেটিনের।
বিখ্যাত ট্রয় নগরীর অবস্থান বর্তমান তুরস্কের পশ্চিমাঞ্চলীয় শহর গালিপোলিতে। শহরটি প্রায় ৫ হাজার বছরের পুরনো। গ্রীকদের সঙ্গে ঐতিহাসিক ওই যুদ্ধে ট্রয় নগরী বিধ্বস্ত হয়। এরপর কালের গর্ভে হারিয়ে যায় এই ট্রয়।
ট্রয় নগরীর সন্ধানে প্রথম খনন কাজ চালায় জার্মানির টুবিনজেন বিশ্ববিদ্যালয়। তবে, গত ১১ মার্চ তুরস্কের প্রত্নতাত্ত্বিক দল ট্রয় নগরী খননের সিদ্ধান্তের কথা জানায়। এই খনন কাজে সহযোগিতা করবে তুরস্কের কানাক্কালে ওনসেকিজ মার্ট বিশ্ববিদ্যালয়।
প্রফেসর সেদার লাসিনের বলেন, "আগামী ১২ মাস ধরে খনন কাজ চালানোর পরিকল্পনা রয়েছে আমাদের।" ট্রয় থেকে প্রাপ্ত ধ্বংসাবশেষ ও নিদর্শন কানাক্কালে এলাকার সংস্কৃতি ও পর্যটনকে সমৃদ্ধ করবে বলেও জানান তিনি।
তিনি আরো বলেন, "সম্ভবত এটি হবে তুরস্কের অন্যতম গুরুত্বপূর্ণ একটি ঐতিহাসিক স্থান।"
খননকারী দলটির নেতৃত্ব দেবেন কানাক্কালে বিশ্ববিদ্যালয়ের প্রত্মতত্ত্ব বিভাগের সহযোগী অধ্যাপক প্রফেসর রুস্তম আসলান। সূত্র: ওয়ার্ল্ডবুলেটিন - See more at: http://www.timenewsbd.com/news/detail/6849#sthash.FEuyM09m.dpufখনন করে বের করা হবে ইতিহাস বিখ্যাত ট্রয় নগরী। এ লক্ষ্যে তুরস্কের একটি প্রত্নতাত্ত্বিক দল শীঘ্রই খনন শুরু করবে। এর আগে অবশ্য জার্মানির একটি বিশ্ববিদ্যালয় খনন কাজ চালিয়েছে। তবে, নিজেদের দেশের ঐতিহাসিক এ স্থানটি প্রথমবারের মতো খনন করতে যাচ্ছে তুরস্কের প্রত্নতাত্ত্বিক দল। খবর ওয়ার্ল্ডবুলেটিনের।
বিখ্যাত ট্রয় নগরীর অবস্থান বর্তমান তুরস্কের পশ্চিমাঞ্চলীয় শহর গালিপোলিতে। শহরটি প্রায় ৫ হাজার বছরের পুরনো। গ্রীকদের সঙ্গে ঐতিহাসিক ওই যুদ্ধে ট্রয় নগরী বিধ্বস্ত হয়। এরপর কালের গর্ভে হারিয়ে যায় এই ট্রয়।
ট্রয় নগরীর সন্ধানে প্রথম খনন কাজ চালায় জার্মানির টুবিনজেন বিশ্ববিদ্যালয়। তবে, গত ১১ মার্চ তুরস্কের প্রত্নতাত্ত্বিক দল ট্রয় নগরী খননের সিদ্ধান্তের কথা জানায়। এই খনন কাজে সহযোগিতা করবে তুরস্কের কানাক্কালে ওনসেকিজ মার্ট বিশ্ববিদ্যালয়।
প্রফেসর সেদার লাসিনের বলেন, "আগামী ১২ মাস ধরে খনন কাজ চালানোর পরিকল্পনা রয়েছে আমাদের।" ট্রয় থেকে প্রাপ্ত ধ্বংসাবশেষ ও নিদর্শন কানাক্কালে এলাকার সংস্কৃতি ও পর্যটনকে সমৃদ্ধ করবে বলেও জানান তিনি।
তিনি আরো বলেন, "সম্ভবত এটি হবে তুরস্কের অন্যতম গুরুত্বপূর্ণ একটি ঐতিহাসিক স্থান।"
খননকারী দলটির নেতৃত্ব দেবেন কানাক্কালে বিশ্ববিদ্যালয়ের প্রত্মতত্ত্ব বিভাগের সহযোগী অধ্যাপক প্রফেসর রুস্তম আসলান। সূত্র: ওয়ার্ল্ডবুলেটিন - See more at: http://www.timenewsbd.com/news/detail/6849#sthash.FEuyM09m.dpuf
বিষয়: বিবিধ
১৩২৬ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ইলিয়াড এর কাহিনি অনুযায়ি এই সম্বৃদ্ধ নগরিটি ধ্বংস হয়েছিল কেবল একটি নারির জন্য। হেলেন কি কেবলই একটি উসিলা ছিল। যার পিছনে ছিল গ্রীক আক্রমনকারিদের লোভ। ট্রয় এর ইতিহাস যদি উন্মচিত হয় তাহলে তাতে শিক্ষনিয় বিষয় অনেক থাকবে বলে মনে হয়।
মন্তব্য করতে লগইন করুন